ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক জিল্লুর রহিম আজাদ আর নেই। তিনি শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে বিএসএমএমইউতে তার ওপেনহার্ট সার্জারি করা হয়। ইনফেকশনের কারণে পরে তার দ্বিতীয় দফায় সার্জারি হয়। বেশ কিছুদিন ধরে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।
জিল্লুর রহিম আজাদের ছোটভাই বাদল জানান, তিনি ফেনীর দাগনভূঞার বাসিন্দা, ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন। তার নামাজে জানাজার বিষয়ে পরে জানানো হবে। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক কালবেলা।
বাংলা৭১নিউজ/এসকে