ভোরের কাগজের সাবেক বার্তা সম্পাদক ও ঔপন্যাসিক ইব্রাহীম খলিল জুয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি দি অ্যাপারেল নিউজ ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রির সাবেক নির্বাহী সম্পাদক, বর্তমানে সরকার নিবন্ধিত অনলাইন নিউজপেপার সুখবর ডটকমের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি তিনি করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
একাধারে সাংবাদিক, ঔপন্যাসিক, লেখক ইব্রাহীম খলিল জুয়েল জানান, প্রথমে দুই-তিন দিন জ্বর দেখে করোনা পরীক্ষা করালে পজিটিভ ফল আসে। এর পর স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বিশেষায়িত এই কোভিড হাসপাতালে ভর্তি হন।
এখানে কোভিডের পাশাপাশি তার নিউমোনিয়াও ধরা পড়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তার অক্সিজেন লেভেলও কিছুটা ওঠানামা করছে।
সাংবাদিক জুয়েলের আশু রোগমুক্তির জন্য তিনি ও তার পরিবার সাংবাদিক বন্ধুবান্ধব, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী— সর্বোপরি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ইব্রাহীম খলিল জুয়েলের জনপ্রিয় তিনটি উপন্যাসের মধ্যে রয়েছে— ‘চেনা মুখ অচেনা মানুষ’, ‘নিশি’ ও ‘খুঁজে ফিরি’। আন্তর্জাতিক নানা ঘটনাবলি নিয়েও রয়েছে তার অনেক লেখালেখি।
বাংলা৭১নিউজ/আরকে