ভারতের উত্তরপ্রদেশে কোনো সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা দেবে রাজ্য সরকার। আজ সোমবার হিন্দি সাংবাদিকতা দিবস উপলক্ষে রাজ্যের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত হিন্দি সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কোভিড পরিস্থিতিতে সারা দেশে সাংবাদিক, সংবাদমাধ্যমের কর্মীরা সাত দিন চব্বিশ ঘণ্টা পরিশ্রম করছেন। সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও সেই কাজ করছেন তারা।’
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশেই সাংবাদিকদের মৃত্যুর ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে গত কয়েক মাসে। তাদের পরিবারের পাশে উত্তরপ্রদেশ সরকার দাঁড়াবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
বাংলা৭১নিউজ/এসএইচ