রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সমুদ্র গবেষণার জন্য কেনা হচ্ছে স্যাম্পল কালেক্টিং বোট

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

সমুদ্রবিষয়ক গবেষণা কাজের জন্য ১টি স্যাম্পল কালেক্টিং বোট, ২টি স্পিডবোট ক্রয়, পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। 
সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জায়েদা পারভীন সচিব মো. মাহমুদুল হোসাইন খান অনুমোদিত প্রস্তাব দুটোর বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কাজের জন্য ১টি স্যাম্পল কালেক্টিং বোট (স্মল রিসার্চ  ভেসেল), ২টি স্পিডবোট এবং ১টি পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণ কার্য ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে সংগ্রহের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

তিনি আরও বলেন, সমুদ্রবিষয়ক গবেষণা কার্যক্রম গ্রহণ, গবেষণার ফলাফল প্রয়োগ এবং এ-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রকল্পের আওতায় ১টি স্যাম্পল কালেক্টিং বোট ও ২টি স্পিডবোট সংগ্রহ করা প্রয়োজন।

এ ছাড়া, স্যাম্পল কালেক্টিং বোট এবং স্পিডবোট নিয়মিত মুরিং এবং মেরামত ও সংরক্ষণের জন্য কক্সবাজারস্থ খুরুশকুল এলাকায় মহেশখালী চ্যানেলে পন্টুন, জেটি ও গ্যাংওয়ে নির্মাণ করা প্রয়োজন। এ-বিষয়ক ক্রয় কাজ পিপিআর ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (উচ্চ) ক্রয়ের নীতিগত অনুমোদনের প্রস্তাব করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, স্যাম্পল কালেক্টিং বোট ও স্পিডবোটের প্রাক্কলিত মূল্য ৮০ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার টাকা এবং পন্টুন, জেটি ও গ্যাংওয়ের প্রাক্কলিত মূল্য ১৪ কোটি ৪ লাখ ৩৭ হাজার টাকা। সরকারি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের মাধ্যমে প্রকল্পটি সম্পন্ন করা হবে।

সচিব বলেন, টিসিবি কর্তৃক বিভিন্ন পণ্য ক্রয়ের দরপত্রে সময়সীমা হ্রাস, কার্যসম্পাদন জামানতের পরিমাণ হ্রাস এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনুমোদনের আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ পুনঃনির্ধারণের একটি প্রস্তাব আরও বিস্তারিত উল্লেখ করে পরবর্তী সভায় উপস্থাপনের পরামর্শ দিয়ে প্রস্তাবটি ফেরত পাঠিয়েছে কমিটি।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com