বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সবজি চাষে স্বাবলম্বী জাহানারা বেগম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৩৭৩ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

বাংলা৭১নিউজ,নবীন চৌধুরী,ধামরাই(ঢাকা)প্রতনিধি: ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া গ্রামের গৃহবধু আদর্শ নারী জাহানারা বেগম(৪৫) সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছে। ৫০শতাংশ জমিতে প্রতি বছরের ন্যায় এবারও সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে। একই চাষের জমিতে চাষ হচ্ছে, টমেটো, শসা, কুমড়া, মিষ্টি পুরকল,পটল, বেগুন, পিয়াজসহ বিভিন্ন রকমের সবজি।
সবজি চাষি জাহানারা বেগম বলেন, আজ থেকে ৩০ বছর পূর্বে বাড়ির অমতে নিজের ইচ্ছায় বিয়ে করি। আমার পিতার বাড়ির আর্থিক অবস্থা ভাল ছিল। কিন্তু আমার স্বামী আব্দুল সাত্তারের বাড়ির আর্থিক অবস্থা দরিদ্রতার শেষ প্রান্তে ছিল। এরপরেও ভাবতাম নিজের ইচ্ছায় বিয়ে করেছি।যদি অন্যরকম কিছু হয় (তালাক), মানুষ খারাপ ভাববে। আর ভালবাসা বলতেই বা কি রইলো। কঠিন দরিদ্রতার মাঝে আমার কুলজুরে আসে কন্যা সন্তান। স্বামী তেমন কোন কাজকর্ম করতে পারে না। আর একা কাজ করেই বা কি করবে।দরিদ্রতার আর দরিদ্রতা। কি করবো ভেবে পাচ্ছিলাম না। হতশার মধ্যে পড়েছিলাম। কিছু একটা করতে হবে ভেবে। প্রথম অবস্থায় সিদ্ধান্ত নেই, সবজি চাষ করবো। পরে অন্যের জমি বর্গা নিয়ে সবজি চাষ শুরু করি। প্রথম অবস্থায় মোটামোটি চাষ হয়। সামান্য কিছু আয় হয়। তাতে আমাদের সংসার মোটামোটি ভাবে চলতে থাকে। এরই মাঝে কন্যা সন্তানের পরে আমাদের সংসারে একটি পুত্র সন্তান জম্মগ্রহন করে।
দায়িত্ব আরো বেড়ে গেল। সন্তানদের মানুষ করতে হবে। শুরু হয় দরিদ্রতা বিমোচন করার যুদ্ধ। আমি পেরেছি দরিদ্রতা বিমোচন করতে। এখন আমার দুটি সন্তান মানুষের মত মানুষ হয়েছে।আমাদের কন্যা রোজিনা আক্তার মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ থেকে অনার্স ও মাস্টাস শেষ করেছে। মেয়েকে গ্রামেই বিয়ে দিয়েছি। ছেলে, জাহানঙ্গীর আলম বাবু একই কলেজে বিএ অধ্যায়নরত। আমি অনেক খুশি আমার সন্তানদের মানুষের মত মানুষ করতে পেরেছি। আর বর্তমানে আমি সবজি চাষ করে প্রতি বছর আয় করি ২-৩ লক্ষ টাকা প্রায়। নিজেস্ব জমি কিনেছি। এখন অনেক সুখি আমাদের পরিবার। কিন্তু পোঁকার সংক্রমনে সবজি চাষ ব্যহত হয়। উপজেলা কৃষি অফিসারদের এখন পর্যন্ত দেখা পাই নাই। সবজি চাষি গৃহকর্তী জাহানারা বেগমের স্বামী আব্দুল সাত্তার বলেন, আমার স্ত্রীর পরামর্শ অনুসারে এবং উভয়ের সহযোগিতায় আজ আমরা স্বাবলম্বী হয়েছি।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান সিক্দার বলেন, আমাদেরকে জানানো হয়নি। জানালে আমরা অবশ্যই, সবজিচাষী সঠিক সেবা পায়সেই দিকে লক্ষ্য রাখবো ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com