রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সফল মিশন শেষে দেশে ফিরেছেন মাশরাফিরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: যখন বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ড উড়াল দিয়েছিলেন মাশরাফিরা, তখন জানিয়ে গিয়েছিলেন প্রত্যাশার কথা, স্বপ্নের কথা। আজ যখন দেশে ফিরলেন, তখন প্রত্যাশা ও স্বপ্ন দুটোই পূরণ হয়েছে। তাইতো চোখে মুখে তৃপ্তির আনন্দ, বড় কিছু অর্জনের গর্ব।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সফল মিশন শেষে আজ সকাল পৌনে ১০টায় দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে দুবাই হয়ে ঢাকায় পা রেখেছে মাশরাফি বিন মুর্তজার দল।

ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে গত ২৭ এপিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সাসেক্সে নয় দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ উড়াল দেয় আয়ারল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে বাংলাদেশ। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় লাল-সবুজ জার্সিধারীরা।

২০০৬ সালের পর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থেকে বাংলাদেশ পায় মিনি বিশ্বকাপে খেলার টিকেট। পরের গল্পটুকু সাফল্যের। প্রথমবারে মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে খেলে টিম বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে বাংলাদেশ ‘অসহায় আত্মসমর্পণ’ করলেও সেমিফাইনালে ওঠায় ক্রিকেট বিশ্বের সম্মান পেয়েছে।

২০০৫ সালের মতো এবারও কার্ডিফে রূপকথার আরেকটি গল্প রচিত করে টাইগাররা। অস্ট্রেলিয়ার পর কার্ডিফে বধ তাসমান সাগরের পূর্ব পাড়ের দল নিউজিল্যান্ড। যে জয়ে বাংলাদেশ পায় সেমিফাইনাল খেলার সুযোগ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া সত্যিই গর্বের।

সেরা আটের লড়াইয়ে সেরা চারে উঠে মিশন শেষ করেছে বাংলাদেশ। শেষটা আরেকটু রঙিন হলেও হতে পারত। হয়নি, তবে আশাহত হওয়ার কিছু নেই! আইসিসি টুর্নামেন্টে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের জন্য এ এক নতুন ইতিহাস, সাফল্যের মুকুটে নতুন এক পালক। নতুন দিগন্তের সূচনা হয়েছে। এবার বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পালা।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com