বাংলা৭১নিউজ,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডেঙ্গু জ্বর সতর্কতা ও প্রতিরোধে জনসচেতনামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পৌর এলাকার শিবগঞ্জ-মনাকষা মোড় এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র কারিবুল হক রাজিন। স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলের উদ্যোগে পৌর এলাকার ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত ডেঙ্গু মুক্ত পৌরসভা গড়ার লক্ষে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। বিতরণী কার্যক্রমে সকল শ্রেণিপেশার মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।
এ সময় পৌর মেয়র কারিবুল হক রাজিন পৌরবাসির উদ্দেশ্যে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তাহলেই আমরা ডেঙ্গুর বিরুদ্ধেও জয়ী হবো বলে উল্লেখ করেন।
তিনি বলেন- ডেঙ্গু প্রতিরোধে সরকারের চলমান উদ্যোগের পাশাপাশি আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে কাজ করছে শিবগঞ্জ পৌরসভা। এই মুহূর্তে যখন ডেঙ্গুর মতো ভয়াবহ রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে এবং পরিবেশগত পরিচ্ছন্নতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই আমাদের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের জঙ্গলগুলো পরিস্কার পরিচ্ছন্নতা রাখার আহবান জানান।
এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে ৫ আগস্ট শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র।
বাংলা৭১নিউজ/এবি