বাংলা৭১নিউজ,ঢাকা: ঢালিউডের ‘নাম্বার ওয়ান’ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করতে না পারলে আত্মহত্যার হুমকি দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
রোববার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই হুমকি দেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শাকিব যদি আমার সঙ্গে মুভি না করে তাহলে আমি সুইসাইড করবো!!!’
তবে পরবর্তী স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, ‘মজার ব্যাপার হলো যখন বলি যে আমি অমুক ছবি ছেড়ে দিয়েছি তখন সিরিয়াসলি নেয় না। আর যখন বলি সুইসাইড করবো তখন সিরিয়াসলি নেয়।’
চিত্রনায়ক শাকিব খান-অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিতে অভিনয় করার কথা ছিল মিষ্টি জান্নাতের।
২৩ জুন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে তা জানানো হয় সংবাদমাধ্যমগুলোকে। কিন্তু ছবির শুটিং শুরু হওয়ার পর জানা গেলো, আমি নেতা হবো ছবিতে অভিনয় করছেন না মিষ্টি জান্নাত।
বাংলা৭১নিউজ/সিএইস