লক্ষ্মীপুরে করাতকলের মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাউছার হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
কাউছার শাকচর গ্রামের হাজী আলী হোসেনের বাড়ির ওমর ফারুকের ছেলে।
স্থানীয়রা জানায়, হাজিরবাজার এলাকায় কাউছারদের করাতকল রয়েছে। সেখানে সকালে পানি উঠানোর জন্য মোটর চালু দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার ঘটনাস্থলে মারা যায়। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ