লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলা ও গুলিতে চার সাংবাদিক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার গণেষ শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও আব্দুল মালেক নিরব।
এ দিকে ঘটনার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে দত্তপাড়া ডিগ্রি কলেজের পাশে গণেষ শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন
জানা গেছে, সোমবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দত্তপাড়া ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে হামলা হয়। এ ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে গণেষ শ্যামপুর এলাকায় ৭/৮ জন অস্ত্রধারী দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে হামলা চালায়। এতে ৪ সাংবাদিক আহত হন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় জানান, আহত অবস্থায় ৪ সাংবাদিককে সদর হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে দু’জনের মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। একজনের শরীরে গুলির আঘাত রয়েছে।
আহত সাংবাদিক নিরব ও আলাউদ্দিন জানান, পেশাগত কাজে বিকাল ৪টার দিকে সদর উপজেলার গণেষ শ্যামপুর যাওয়ার পথে মুখোশপরা সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় বাঁশ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে তারা অস্ত্র ঠেকিয়ে গুলি ছুঁড়ে।
এতে সাংবাদিক ফয়সাল গুলিবিদ্ধ ও আরও ৩ জন আহত হন। সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের মোটরসাইকেল ভাঙচুর এবং সবার ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আতোয়ার রহমান মনির, সাধারণ সম্পাদক আনিস কবিরসহ প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহাম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ সাংবাদিক নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
বাংলা৭১নিউজ/এসএকে