বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে রেলওয়ে থানা পুলিশ রেল লাইন থেকে আনুমানিক (৬০) বছর বয়সের অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে রেল স্টেশনের উত্তর পার্শ্বের মালগুদাম এলাকা থেকে রেল লাইনের ভিতর থেকে ওই অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কখন কোন সময় ট্রেনে কাঁটা পরেছে তা কেউই বলতে পারছেনা।
তবে ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় কোন না কোন ট্রেনে কাঁটা পরতে পারে। আবার এলাকার অনেকে ধারনা করছে অন্য কোন স্থাানে হত্যা করে তাকে রেল লাইনের ভিতরে রেখেগাছে। তার গায়ে জামাকাপড় ছিলনা পরনে লুঙ্গি ও মুখে দারি আছে। থানা পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য নওগ্ঁ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে। ময়না তদন্তের পর তার পরিচয় পাওয়া না গেলে স্যাডো ফাউনন্ডেশান নওগাাঁর মাধ্যমে তার লাশ দাফন করা হবে বলে থানা পুলিশ জােিনয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস