বাংলা৭১নিউজ,ঢাকা: আগামী ২৪ ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৯।
আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।
তিনি জানান, ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়াল ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসহ ২৩০টি স্টল স্থান পাবে।
আগামী ২৪ ডিসেম্বরে সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধনী অধিবেশন শুরু হবে। এদিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীরা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন।
মেলায় দুই ধরনের টিকিট থাকবে। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা আর মাল্টিপল টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিটে একজন দর্শনার্থী পাঁচবার মেলায় প্রবেশ করতে পারবেন।
মেলায় এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার একটি প্রাইভেটকার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে ৪৩ ইঞ্চি এলিডি টিভি, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ, একাধিক মোবাইল ফোন, মাইক্রোওভেন, এয়ার কুলার। বিজয়ীদের নাম রিহ্যাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, আনোয়ারুজ্জামান, কামাল মাহমুদ, মো. আবদুল কৈয়ূম চৌধুরী প্রমুখ।
বাংলা৭১নিউজ/সি এইস