বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

রিভিউ: স্লিম ডিজাইনের অপো এফ১৫

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো সম্প্রতি দেশের বাজারে এনেছে এফ সিরিজের নতুন স্মার্টফোন এফ১৫। স্লিম ডিজাইন ও শক্তিশালি পারফরমেন্স প্রদানের প্রয়াস নিয়ে অপো এই স্মার্টফোনটি বাজারে এনেছে।

স্লিম ডিজাইনের এই স্মার্টফোনটিতে আছে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল বাই ২৪০০ পিক্সেল।

এর বডি টু স্ক্রিন রেশিও ৮৫.৫% হওয়ায় নেটফ্লিক্স কিংবা অন্যান্য ভিডিও কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখা যাবে আরও স্বাচ্ছন্দ্যে। স্মুথ পারফরমেন্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্মার্টফোনটিতে আছে হেলিও পি৭০ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস।

মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ২ মেগাপিক্সেলের ডেপথ এবং আর একটি ২ মেগাপিক্সেলের সেন্সর। বিষয়বস্তুর মধ্যের দূরত্ব নির্ণয় করা এই ক্যামেরার কাজ। এতে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৪০২৫ মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় ব্যাটারি আছে এতে। অপো এফ১৫ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা চোখের পলকেই ফোন আনলক করতে সক্ষম।

ফোনটির পারফরমেন্স নিয়ে এবার কথা বলা যাক। এতে দীর্ঘসময় হাইএন্ড গেম খেলেও ল্যাগিংয়ের দেখা পাওয়া যায়নি। ফোন তেমন একটা গরমও হয়নি। অ্যানটুটু বেঞ্চমার্কেও বেশ ভালো স্কোর করেছে অপো এফ১৫।

প্রসেসর, গ্রাফিক্স এবং পারফরমেন্সের বিচারে অপো এফ১৫ স্কোর করেছে ১৩৭০০০ যা বাজারে থাকা একই বাজেটের অন্যান্য স্মার্টফোন থেকে বেশ এগিয়ে।

ফোনটির আকার একটু বড় হলেও এতে বেজেল খুবই কম। গেম খেলা, ওয়েব ব্রাউজিং করা বা ভিডিও দেখলেও একবার পূর্ণ চার্জে মোটামুটি এক দিন অনায়াসেই পেরিয়ে যায় কারণ এতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

আর ভোক চার্জারের মাধ্যমে চার্জ হতেও সময় নেয় অল্প। স্মার্টফোনের নিচের দিকে একটি স্পিকার রয়েছে। অনুভূমিক পর্দায় (ল্যান্ডস্কেপ) গেম খেলার সময় সেটি হাতের আড়ালে ঢাকা পড়তে পারে।

ডিসপ্লে

৬.৪ ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে এই ফোনে। ডিসপ্লের সুরক্ষায় ফোনটিতে থাকছে কর্নিং গরিলা গ্লাস। অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় ডিসপ্লের পারফরমেন্স ছিল অসাধারণ। এর বেজেল বেশ কম এবং উপরের দিকে আছে ওয়াটার ড্রপ নচ।

অপো এফ১৫এর কালার রিপ্রোডাকশনের কারণে এর ছবি ও ভিডিও দেখতে অসাধারণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এমনকি এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ। সূর্যের আলোতেও ফোনটির ডিসপ্লে ব্যবহারে তেমন সমস্যা হয়নি।

ক্যামেরা

সেলফি এক্সপার্ট ফোন, তাই এর ক্যামেরাতে চমক থাকবে এটাই স্বাভাবিক। এর সামনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেল, ২৬ এমএম ওয়াইড সেলফি ক্যামেরা। রয়েছে এফ/২.০ অ্যাপারচার ও সেন্সর এইচডিআর। ছবি সুন্দর করতে রয়েছে এআই বিউটি টেকনোলজি।

ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার, ফেইজ ডিটেকশন অটোফোকাস। ফলে ছবিতে আপনার বয়স কেমন দেখাচ্ছে সেটিও দেখতে পাবেন।

তবে ক্যামেরাতে সবার চেয়ে এগিয়ে আছে অপো, এমনটা বলাই চলে। লো-লাইট শট, এলইডি ফ্ল্যাশ ব্যবহারে অ্যাকুরেট কালার পাওয়ার ক্ষেত্রে অন্য ক্যামেরার চেয়ে এগিয়ে আছে এর ক্যামেরা। রয়েছে বিল্টইন এআর স্টিকার, ফিল্টার সুবিধাও।

পারফরমেন্স

স্মার্টফোনটিতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৭০ চিপসেট, যা এআই প্রসেসিং সমর্থিত। হেলিও পি৭০ চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট থেকে বেশ ভালো যদিও মিডিয়াটেকের ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে। গেমিং এক্সপেরিয়েন্স নিয়ে যদি কথা বলি তবে পাবজি থেকে শুরু করে সব ধরনের গেমস খেলা যাবে অনায়াসে।

ব্যাটারি

ফোনটিতে আছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুত ব্যাটারি চার্জ দেওয়ার জন্য থাকছে ভোক ৩.০ ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। ফলে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে দুই ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে। তাছাড়া ৩০ মিনিটে ৫০% চার্জ দেওয়া সম্ভব হবে।

নিরাপত্তা ফিচার

নিরাপত্তার দিক থেকে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি রয়েছে ফেস আনলক সুবিধাও। চোখের পলকেই ফেস আনলক সুবিধায় ফোনটি আনলক হবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাহায্যে মাত্র ০.৩২ সেকেন্ডে ফোনটি আনলক হবে।

দাম

দেশের বাজারে অপো এফ১৫ কেনা যাবে ২৬,৯৯০ টাকায়। ইউনিকর্ন হোয়াইট এবং লাইটনিং ব্ল্যাক রঙে এটি পাওয়া যাবে। সবমিলিয়ে ফোনটির কিছু ভালো দিক হলো এটি বেশ পাতলা, ব্যাটারি লাইফ সন্তোষজনক। এছাড়া মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো পারফরমেন্স দিয়েছে অপো এফ১৫।

বাংলা৭১নিউজ/এইচএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com