বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: আমের আচারের বয়ামে তেলের বদলে দেয়া হয়েছিল ফেনসিডিল। তারপর সেই আচারের বয়াম নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকা। অভিনব কায়দায় এই ফেনসিডিল পাচারের সময় রাজশাহীতে এক যুবক ধরা পড়েছেন।
তার নাম কাওসার রহমান (২৫)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম দুরুল হুদা।
শুক্রবার দিনগত রাতে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাস টার্মিনাল পুলিশ বক্সের একটি দল এ অভিযান চালায়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, অভিনব কায়দায় একটি আচারের বয়ামে তেলের বদলে ৩০ বোতল ফেনসিডিল দেয়া হয়েছিল। এরপর একটি ব্যাগে করে সেগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন কাওসার। গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।