বাংলা৭১নিউজ, ডেস্ক: বিশ্বকাপের কক্ষপথ থেকে ইতিমধ্যেই দুই তারকা ছিটকে পড়েছেন৷ তবে কী জৌলস হারাল বিশ্বকাপ? এই দুই তারকার ছটকে পড়ায় বাংলাদেশের দর্শ কদের বড় একটি অংশ হতাশ। এখন সমর্থকরা বলছেন, ‘মেসি ম্যাজিক শেষ হয়েছে, শেষ সিআর সেভেন৷ বিশ্বকাপে বুকের মাঝে , থাকছে জায়গা কার? নেইমার নেইমার…’
হ্যাঁ, বাংলাদেশ এখন শুধুই ব্রাজিল ময়, পাড়ার মোড়ে চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার পথ চলতি মানুষের কাছে কোটি টাকার প্রশ্ন একটাই৷ রোনাল্ডো-মেসিরা যা পারেননি; সেই কাজটা কি করে দেখাতে পারবেন নেইমার? ব্রাজিলের ওয়ান্ডার কিডের বয়স এখন ২৬, ভবিষ্যতে বিশ্বকাপ খেলার আরও সুযোগ পাবেন৷ কিন্তু এমন সুবর্ণ সুযোগ আর পাবেন কি নেইমার!
বিশ্ব ফুটবলেরই তিন তারার দুই তারা রাশিয়া রণক্ষেত্র থেকে একই দিনে বিদায় নিয়েছেন৷ বিশ্বকাপের লড়াইয়ে বড় দল বলতে রয়েছে তিনটি দেশ, যারা অতীতে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেছে৷ যার মধ্যে প্রথম নামটাই করতে হবে ব্রাজিলের, দুয়ে অবশ্যই ফ্রান্স৷ দুরন্ত ফ্রান্স ইতিমধ্যেই আর্জেন্টিনাকে ছিটকে দিয়েছে গতিময় ফুটবল খেলে৷
আর তিনে ধরা যেতে পারে ইংল্যান্ডকে৷ চার নম্বর যদি ধরতেই হয় তবে রাশিয়ার মাটিতে ডার্ক হর্স বেলজিয়ামের প্রসঙ্গই আসবে। এই চার দলই এখন চ্যাম্পিয়নের দৌড়ে হেভিওয়েট৷ বিশ্বকাপের লড়াই এমন একটা অবস্থায় তুলনামূলক কম শক্তিশালী কোনও দলের কাছে পা না-হরকালে ট্রফির কাছে পৌঁছনো উচিত ব্রাজিলের৷ আর সেই রাস্তা পাকা করার জন্য ভরসার নাম নেইমার৷
বাংলা৭১নিউজ/পিকে