সোমবার, ১২ মে ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

এবার রংপুরে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পঞ্চম ‘ডিজিটাল বুথ’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুরের প্রাণকেন্দ্র পায়রা চত্তরে পেপার প্যালেস টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের রংপুরের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেখে শুনে বিনিয়োগ করার দিক নির্দেশনা দেন। এছাড়াও রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথে নতুন বিও হিসাব খোলা, মার্জিন লোনের উপর বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। 

পাশাপাশি, মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে শেয়ার ক্রয়-বিক্রয় করা, মার্জিন ঋণ সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডিং ইন্সট্রাকশন পরিপালন ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা সুবিধার তথ্য তুলে ধরেন। 

একই সঙ্গে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে লোভ সংবরণ করে ধৈর্য্য ধারণ করে শেয়ার কেনা-বেচার পরামর্শ দেন।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং আয়ুর্বেদ এবং ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম মো. দবির উদ্দিন বর্তমান পুঁজিবাজারের উপর বক্তব্য রাখেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. রাকিবুল হাসান রাকিব, রংপুরে নতুন ডিজিটাল বুথের ইনচার্জ মো. মিনহাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ নভেম্বর সিলেট নগরীর চৌহাট্টায় আরএন টাওয়ারের ষষ্ঠ তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চতুর্থ ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com