রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

যে কারণে উগান্ডার মুসলিমরা প্রতি রমজানে ১২ ঘণ্টা রোজা রাখেন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

উগান্ডা আফ্রিকার পূর্বাঞ্চলীয় স্থলবেষ্টিত একটি দেশ। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে দক্ষিণ সুদান ও পশ্চিমে কঙ্গো, দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা ও দক্ষিণে তানজানিয়া অবস্থিত। কাম্পালা উগান্ডার রাজধানী ও বৃহত্তম শহর। ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেঁষে দক্ষিণাঞ্চলের বিশাল ভূমি কেনিয়া ও তানজানিয়ার সীমান্ত হিসেবে চলেছে। 

আফ্রিকার প্রাকৃতিক দৃশ্যের ধারক হিসেবে ঘন কুয়াশাচ্ছন্ন অরণ্য, তুষার আবৃত পর্বত, সুদৃশ্য হ্রদ ও বিস্তৃত উদ্যান সমৃদ্ধ আফ্রিকার প্রাকৃতিক দৃশ্যের ধারণ উগান্ডা। এর প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে উইনস্টন চার্চিল এটিকে ‘আফ্রিকার মুক্তো’ বলে অভিহিত করেন।

kalerkanthoউগান্ডার গ্রামে ইফতারের জন্য পালাক্রমে একটি বাড়িতে সমবেত হোন মুসলিমরা।

উগান্ডার মোট জনসংখ্যার পরিমাণ ১২০ মিলিয়ন। এর মধ্যে মুসলিমদের সংখ্যা ১২ মিলিয়ন, যা মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। দিন ও রাত এক সমান হওয়ায় উগান্ডার মুসলিমরা রমজানের রোজা ১২ ঘণ্টা পালন করেন। উগান্ডায় রমজানের রোজার অন্যতম বৈশিষ্ট্য এটি। রমজান মাস কেন্দ্র করে উগান্ডার মুসলিমদের মধ্যে অনেক সংস্কৃতি চালু আছে। এখানকার মুসলিমরা পবিত্র মরজান মাস অত্যন্ত ভাব-গাম্ভীর্যের সঙ্গে অতিবাহিত করেন।

kalerkantho

গাদ্দাফি ন্যাশনাল মসজিদ, কাম্পালা উগান্ডা।  

উগান্ডার পশ্চিমাঞ্চলীয় বাওকি এলাকার মুসলিমদের বিচারক সাদাত মুস্তফা জানান, রমজান মাস ঘিরে আমাদের মধ্যে কিছু প্রচীন সংস্কৃতি আছে। এ মাস এলে সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। কলা দিয়ে তৈরি করা মাটোক (Matoke) ইফতারের প্রধান খাবার হিসেবে প্রচলিত। রমজান ছাড়া নাস্তা হিসেবেও এর ব্যবহার আছে। পাশাপাশি রুটির বদলে নাস্তায় ‘শাবাতি’ খাওয়া হয়। 

রমজান মাসে অনেক বাড়ির মানুষ একটি বাড়িতে মিলিত হয়ে ইফতারের মাধ্যমে রোজা সমাপ্ত করে। রমজান মাসে উগান্ডার গ্রামাঞ্চলের সম্মিলিত ইফতার সবার মধ্যে খুবই জনপ্রিয়। ইফতারের জন্য প্রতিদিন একটি করে ঘর নির্ধারণ করা হয়।

মুস্তফা জানান, অধিকাংশ মুসলিম মসজিদে ইফতার করতে পছন্দ করেন। মসজিদে তারাবির নামাজও অনুষ্ঠিত হয়। অনেক পরিবারও তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করে। 

kalerkanthoউগান্ডার অধিকাংশ মুসলিম মসজিদে ইফতার করেন। 

রমজান মাস উপলক্ষে অনেক সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে মুসলিমদের খাদ্যের ঝুড়ি দেওয়া হয়। উগান্ডার দারিদ্রপীড়িত এলাকায় অসহায়দের জন্য প্রয়োজনীয় সামগ্রি বিরতণের ব্যবস্থা করা হয়। আরবদের আগমনকালে উগান্ডায় অনেক আরব সংস্কৃতিও চালু হয়। পরবর্তীতে তা মুসলিমদের অবিচ্ছেদ্য সংস্কৃতি হিসেবে স্থায়িত্ব লাভ করে। 

১৫ বছরেরও বেশি সময় রমজান মাসে উগান্ডার মসজিদের জন্য ইফতার তৈরি করেন পাকিস্তান বংশোদ্ভূত ইউসুফ আবদুল্লাহ। তিনি বলেন, উগান্ডায় রমজান মাসে বিত্তবান মুসলিমরা মসজিদে ইফতারির ব্যবস্থাপনা করেন। সানকা মসজিদে পুরো রমজান মাসের ইফতারির ব্যয় সংগ্রহ হয়েছে। এ মসজিদে প্রতিদিন তিন শয়ের বেশি মুসল্লির ইফতারির ব্যবস্থা করা হয়। 

উগান্ডার ম্যাকারি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগরে অধ্যাপক শায়খ হারুন জামবাহ আবদুল হামিদ বলেন, উগান্ডায় মুসলিমদের আগমনের পর থেকে রমজান মাসের সাংস্কৃতিক ঐতিহ্য বিরাজমান। এখানকার মুসলিমরা রমজানের ঐতিহ্য ধরে রেখেছে। গ্রামাঞ্চলে ঢোল পিটিয়ে সাহরির সময় রোজাদারদের জাগিয়ে তোলা হয়। তাছাড়া ইফতারের সময় পরিবারের সবাই একত্রিত হয়ে মৃত্যদের জন্য দোয়া করে থাকেন। 

শায়খ হারুন জামবাহ আরো জানান, উগান্ডার মুসলিমদের সংস্কৃতি আফ্রিকার অন্যান্য দেশের প্রায় কাছাকাছি। তবে উগান্ডার বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানকার মুসলিমরা ১২ ঘণ্টা রোজা রাখেন। অধিকাংশ ক্ষেত্রেই সাহরি ও ইফতারের সময়ে পরিবর্তন হয় না। ভৌগলিকভাবে দেশটি বিষুবরেখা বরাবর অবস্থিত হওয়ায় এখানের দিন ও রাত পুরো বছরই 
প্রায় সমান সমান হয়। 

kalerkanthoকাবুলি মসজিদ, কাম্পালা উগান্ড। 

করোনাকালে বিশ্বের অনেক দরিদ্র দেশের মতো উগান্ডার মুসলিমরাও অর্থনৈতিক সংকটে আছে। অভাব-অনটনের মধ্যেও দেশটির মুসলিমরা রোজা পালন করছেন। রমজান মাস উপলক্ষে অভাবীদের জন্য অনেক আরব দেশ থেকে সহায়তায় আসে। গত বছরের মতো এ বছরও করোনা রোধে জনসমাগম করে ইফতার আয়োজনে অনেক বিধি-নিষেধ আছে। 

রাজধানী কাম্পালায় অবস্থিত গাদ্দাফি ন্যাশনাল মসজিদ দেশটির জাতীয় ও অন্যতম বৃহত্তর মসজিদ হিসেবে পরিচিত। মসজিদের তত্ত্বাবধানে একটি উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে। এতে সমৃদ্ধ লাইব্রেরিও আছে যেখানে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসু ব্যক্তিরা এসে ভিড় জমায়। 

উগান্ডার মুসলিমদের জন্য একটি টিভি ও রেডিও চ্যানেল চালু আছে। বেলাল রেডিও ও আস সালাম টিভি নামের চ্যানেলে ইংরেজি ও স্থানীয় ভাষায় ইসলামী বিষয়াবলি সম্প্রচারিত হয়। 

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com