যুবককে অপহরণ করে ভিডিও ধারণ, ৪ কিশোরগ্যাং সদস্য গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি:
আপলোড সময়
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
২৫
বার পড়া হয়েছে
রংপুরে এক যুবককে জোরপূর্বক অপহরণ করে সমকামিতার ভিডিও করার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি টিম। অভিযুক্ত কিশোর আসামিদের রাতেই মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
আজ শুক্রবার সকালে এ তথ্য দেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি। তিনি বলেন, অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, শুভ (১৮), নাইম ইসলাম (১৯), মো. জিহাদ (১৮) ও মো. কাদের মিয়া (১৮)।ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের একটি দল ধাপ রংপুর পৌর বাজার এলাকা থেকে এক তরুণকে অপহরণ করে। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয়। এরপর মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে তারা।ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা আদায় করে। মুক্তিপণের পুরো টাকা না পাওয়ায় নাইম ও জিহাদ ভুক্তভোগীকে যৌন নির্যাতন করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে।পরে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়। এসময় মুক্তিপণের বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা। ভুক্তভোগী ছাড়া পাওয়ার পর দ্রুত স্থানীয় থানায় ও সেনা ক্যাম্পে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের সুত্র ধরে বৃহস্পতিবার সকালে ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে পুলিশসহ একটি যৌথ টহল দল ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ পরিচালনা করে। অপারেশনে রংপুরের জুম্মাপাড়া জলকর সুইপার কলোনি এলাকা থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। গ্রেপ্তার কিশোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।