রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ময়মনসিংহে ভবনে বিস্ফোরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় জামিরদিয়া হবিরবাড়ী এলাকার গভীর রাতে বিকট শব্দে আরএস টাওয়ার নামে একটি ৬তলা ভবনের তিন তলায় বিস্ফোরণের ঘটনায় তৌহিদ অপু (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। এ সময় আরো তিন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামিরদিয়া হবিরবাড়ী এলাকার অধিবাসী আবদুর রাজ্জাক হাজির পাকা বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সকালে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হতাহতরা সকলেই খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন (২৩), হাফিজুর রহামান (২৫), দীপ্ত (২০)। তাদের মধ্যে তৌহিদ ঘটনাস্থলেই মারা গেছেন। হাফিজুর রহমান ও দীপ্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর শাহীনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
হতাহতরা ভালুকায় স্কয়ার টেক্সটাইলে ইন্টার্নশিপের জন্য এসেছিলেন বলেও পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জানালার গ্রিল ও কাচ ভেঙে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। আশপাশের এলাকার লোকজন এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভোররাত ৩টায় ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি গ্যাসের বিস্ফোরণের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবু ঢাকার বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসছে। তারা এসে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে পারবে। এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
ভালুকা মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ভবনের দুটি দেয়াল ভেঙে গেছে। বাড়িটির মালিকের নাম আব্দুর রাজ্জাক ঢালী। তিনি ঢাকায় থাকেন। ৪২টি ইউনিটের ভবনটি গত দুই সপ্তাহ আগে উদ্বোধন করা হয়। তবে ভবনটিতে কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছিলেন কি না তা এখনো নিশ্চিত করতে পারেননি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলে পরিদর্শনে আসা র্যা ব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল শরীফুল ইসলাম জানান, বিল্ডিংটির এখনও রংসহ নির্মাণ কাজ চলছে। দগ্ধ শাহীনের বরাত দিয়ে বার্ন ইউনিটে একটি সূত্র জানান, তার বাড়ি সিরাজগঞ্জ শাহাজাদপুরে। তিনি খুলনা থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা দিয়ে ভালুকায় একটি সার্ভিস সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com