বুধবার, ০৭ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ম্যানচেস্টার ডার্বি ড্র, চারে ওঠার সুযোগ হারালো সিটি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ম্যানচেস্টার ডার্বি মানেই টানটান উত্তেজনা। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে তার রেশ ছিল না। বল নিয়ে ছোটাছুটি চলল কিন্তু কাঙ্ক্ষিত জালের দেখা মিলল না। রবিবার (৬ এপ্রিল) নিষ্প্রভ এক ম্যাচ শেষে ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো পেপ গার্দিওলার দলকে। দুই দলের লড়াইয়ে সবশেষ গোলশূন্য ড্র হয়েছিল ৫ বছর আর ১২ ম্যাচ আগে। ২০২০ সালের করোনাকালীন সময়ে ম্যাচটি হয়েছিল রুদ্ধদ্বার স্টেডিয়ামে।

ম্যাচটি ড্র হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ওঠার মিশনে বড় ধাক্কা খেলো সিটিজেনরা। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে দুই দল। তাই ইউনাইটেডের জন্য লড়াইটা মর্যাদার হলেও সিটির জন্য ছিল চেলসিকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষ চারে ফেরার। তবে কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি পেপ গার্দিওলার দল।

লিগে ৩১ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচে ধারহীন আক্রমণে প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি কেউই। প্রথমার্ধে দুটি দলই গোলের জন্য চারটি করে শট নেয় এবং একটি করে লক্ষ্যে রাখতে পারে। তবে কোনো গোলরক্ষককেই কঠিন কোনো পরীক্ষা দিতে হয়নি।

২৭ ও ২৯তম মিনিটে দুটি ভালো সুযোগ তৈরি করে ইউনাইটেড; কিন্ত পাত্রিক ডগু ও মানুয়েল উগার্তে, কেউই শট লক্ষ্যে রাখতে পারেননি। বিরতির পর সিটির খেলায় কিছুটা গতি বাড়ে। কিন্তু ম্যানইউর গোলরক্ষকের কল্যানে জালের দেখা পায়নি তারা।

৬৪তম মিনিটে ওমার মার্মাউশের ফ্রি কিক রক্ষণ দেয়ালের ওপর দিয়ে গিয়ে লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে সেটা রুখে দেন আন্দ্রে ওনানা। ম্যাচের ৭৭তম মিনিটে ইউনাইটেডের ডিফেন্ডার নুসাইয়ের জোড়ালো শট রুখে দেন এডারসন। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

দিনের আরেক ম্যাচে মাঠে নেমেছিল শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এগিয়ে থাকা লিভারপুল। ফুলহ্যামের মাঠে ৩-২ গোলে হেরে গেছে আর্না স্লটের দল। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট বেশি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com