বাংলা৭১নিউজ ডেস্ক: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির কারণে দায়ের করা মামলায় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজিরা দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট থেকে প্রাপ্ত ৪ সপ্তাহের আগাম জামিন আদেশের পত্র প্রদানের জন্য মাহমুদুর রহমান মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজিএম আল মাসুদের আদালতে হাজির হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এএসএম আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে করা মামলায় মাহমুদুর রহমান হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন। চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে সেই জামিনের আদেশ পত্র প্রদান করলে আদালত তা গ্রহণ করেছেন।
এ সময় মাহমুদুর রহমানের সঙ্গে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা অলি সিদ্দিকী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহিম রিপনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সূত্র: জাগো নিউজ।
বাংলা৭১নিউজ/জেএস