শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

মামলা প্রত্যাহার না হলে রোববার তথ্য মন্ত্রনালয় ঘেরাও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:
সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারার মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামী রবিবার তথ্য মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে তরুণ সাংবাদিকরা। সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং সেখান থেকে তথ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ধ্রুবর বিরুদ্ধে বিচারকের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এমন কর্মসূচি ঘোষণা করেন সাধারণ তরুণ সাংবাদিকদের পক্ষে চ্যালেন টুয়েন্টিফোরের সাংবাদিক রাশেদ নিজাম। এর আগে, শিশু অধিকার আদায়ে মানিকগঞ্জের এক বিচারককে নিয়ে প্রকাশিত সংবাদের কারণে গোলাম মুজতবা ধ্রুবর নামে মানিকগঞ্জ সদর থানায় গত মঙ্গলবার মন্ত্রী ঘোষিত বাতিল তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করা হয়। মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কালো আইন আখ্যা পাওয়া ৫৭ ধারায় সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে আগামী রবিবারের মধ্যে মামলা বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ বলেন, এটা সাংবাদিক সমাজের বিরুদ্ধে মামলা। ৫৭ ধারা বাতিল না হলে কলম পেশা হুমকির মুখে পড়বে। অবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ৫৭ ধারা বাতিল করার দাবি করে আসছি। ধ্রুবর মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার পাশে থাকবে। এ সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সভাপতি আবু সালেহ আকন বলেন, গত ৪ মাসে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে এ ধারায় মামলা হয়েছে। ৫৭ ধারা শুধুমাত্র সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এর আগে এই ধারা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মাদক ব্যবসায়ীরা সাংবাদিকদেরও বিরুদ্ধে প্রয়োগ করেছে। তিনি বলেন, সবশেষে একজন বিচারক এই কালো আইনে মামলা দিলেন, তাহলে সাংবাদিকরা কোথায় যাবে। দু’দিনের মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে রাজপথ নামতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। রাজপথের যে কোন পরিস্থিতির দায়ভার বিচারককে নিতে হবে। ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা যায় তবে সেটা ন্যায় সংগত ও যৌক্তিক হতে হবে। ৫৭ ধারায় মামলা করার উদ্দেশ্য হচ্ছে সংবাদ মাধ্যমের কন্ঠ রোধ করা। ৫৭ ধারা কালো অাইন সে আইনে একজন বিচারক কিভাবে মামলা করেন। মানববন্ধনে অন্য সাংবাদিকরা ৫৭ ধারা বাতিল, ধ্রুবর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার চেয়ে বিচারককে ক্ষমা চাওয়ার দাবি তুলেন।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com