শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হলো না হেলসের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হলো না ওপেনার অ্যালেক্স হেলসের। সাব্বির রহমানের বলে সানজামুলের হাতে ধরা পড়েন ৯৫ রান করা হেলস। ইংল্যান্ডের সংগ্রহ তখন ২৮ ওভারে ১৬৫। এতে ভাঙে হেলস-রুটের ১৫৯ রানের জুটি। ৩১ ওভার শেষে স্কোর ১৭৯/২। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৩৮/১।

বল হাতে প্রথম আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২.৩তম ওভারে দলীয় ৬ রানে পেসার মাশরাফির ডেলিভারিতে ইংলিশ ওপেনার জেসন রয়ের দেয়া ক্যাচ লুফে নেন বাংলাদেশের অপর পেসার মোস্তাফিজুর রহমান ।

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ ৩০৫/৬
সেঞ্চুরি হাঁকিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আনঅফিশিয়াল শুরু করেছিলেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০২ রানের ইনিংস খেলেন বাংলাদেশের এ বাঁ-হাতি ওপেনার। আর মূল আসরে বাংলাদেশের প্রথম ম্যাচেও সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন তামিম। বৃহস্পতিবার ১৪২ বলে ১২৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। এতে তামি হাঁকান একডজন চার ও ৩টি ছক্কা।

তৃতীয় উইকেটে ১৬৬ রানের জুটি গড়েন তামিম ও মুশফিকুর রহীম। মুশফিক করেন ৭২ বলে ৭৯ রান। এতে ৩০৫/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ। বৃহস্পতিবার ১২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এতে তামিম হাঁকান ১১টি চার ও একটি ছক্কা।

৩৬.৫তম ওভারে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন মুশফিকুর রহীম। ১৭৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকের এটি ২৫তম অর্ধশতক। দলীয় ৩৭.১তম ওভারে দলীয় ২০০ রানের কোঠায় পৌঁছে বাংলাদেশ।

২১.৫তম ওভারে ইংলিশ পেসার লায়াম প্লাঙ্কেটকে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক পূণ করেন ওপেনার তামিম ইকবাল। ৭১ বলে অর্ধশতক পূরণের পথে তামি হাঁকান ৭টি বাউন্ডারি। ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৩৭তম অর্ধশতক। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তামিমের রানের গড় ৬১.৩৩। কিন্তু ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে তেমন উজ্জ্বল ছিল না তামিমের পরিসংখ্যান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তামিমের রানের গড় ছিল ২৮.৪১। আগের ১২ ম্যাচে তামিম অর্ধশতকের দেকা পেয়েছিলেন একবারই।

দলীয় ৯৫ রানে উইকেট দিলেন ওয়ানডাউন ব্যাটসম্যান ইমরুল কায়েস। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বদলে একাদশে সুযোগ নিয়ে ব্যাট হাতে ২০ বলে ১৯ রান করেন ইমরুল। ওপেনিং জুটিতে ৫৬ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও সৌম্য সরকার ।

১২তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ২৮ রানে ইংলিশ পেসার বেন স্টোকসের ডেলিভারিতে বদলি ফিল্ডার জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন সৌম্য। ৩৪ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান সৌম্য। ব্যাট হাতে সতর্ক শুরুতে ইনিংসের শুরুর ৪.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ রান।

ইনিংসের প্রথম বাউন্ডারি আসে ৪.৩ তম ওভারে। তবে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার। লন্ডনের ওভাল মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com