বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

মাঝরাতেও উত্তপ্ত ইডেন কলেজ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

ছাত্রলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে মাঝরাতেও উত্তপ্ত রয়েছে রাজধানীর ইডেন মহিলা কলেজের ক্যাম্পাস।

শুক্রবার রাত সাড়ে ৯টায় ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ফের শুরু হয় বিক্ষোভ।

রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইডেন ছাত্রলীগের কর্মীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নিচে ও বারান্দায় অবস্থান করছেন।

ছাত্রলীগের এসব নেতাকর্মীদের অভিযোগ, যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও বিবাহিত, বয়স বেশি ও বিতর্কিতরা পদ পেয়েছেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কক্ষে তালা ঝুলিয়ে দেন। এসময় নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি, মারপিট ও বেশ কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

কলেজটির ছাত্রলীগ সূত্রে জানা যায়, কমিটি গঠনের পর পদ পাওয়া নেত্রীরা সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে কেন্দ্রীয় কমিটির সদস্য ইফরাত জাহান ইতি, তাজুন্নাহার সোমা, সাবিকুন্নাহার তামান্না ও কলেজ কমিটির সহ-সভাপতি সোনালী আক্তার ও সুস্মিতা বাড়ৈ’র অনুসারীরা কলেজ প্রাঙ্গণে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকেন।

বিক্ষুব্ধরা জানান, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি বেশি হস্তক্ষেপ করেছেন। নিশির পছন্দের লোকেরা ভালো পদ পেয়েছেন বলে অভিযোগ। এসময় তারা ‘নিশির রাজত্ব, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইডেন কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে পদ পাওয়া এক সহ-সভাপতি বলেন, এই মুহূর্তে আমরা সংঘর্ষে যেতে চাই না। কারণ এমনটা ঘটলে কমিটি বাতিল হতে পারে।

ইডেন কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম বলেন, অনেকে প্রত্যাশিত পদ না পেয়ে বিক্ষোভ করছে। ভাঙচুর করা হয়েছে আমাদের কক্ষ। ওদের (বিক্ষোভে অংশ নেওয়া) মেয়েরা বাইরে পাহারা দিচ্ছে, আমাদের দেখা মাত্রই মারবে। আমরা আপাতত সেভ পজিশনে আছি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পাওয়া ইফরাত জাহান ইতি বলেন, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর আমি নিজে সভাপতি-সম্পাদককে ফুল দিয়ে এসেছি। এসে দেখি মেয়েরা নানা অভিযোগ তুলে বিক্ষোভ করছে।

এসব বিষয়ে জানতে নতুন সভাপতি তামান্না জেসমিন রিভাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এর আগে বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে তামান্না জেসমিন রিভাকে করা হয় সভাপতি ও রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com