বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

মদ্যপান করলেই ঠেকানো যাবে করোনার সংক্রমণ?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: গোটা বিশ্বেই থাবা বসিয়ে চলেছে করোনাভাইরাস। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ২৪৫ জন। এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। এই ভাইরাস নিয়ে আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে একাধিক গুজব আর ভ্রান্ত ধারণা যা বিভ্রান্ত করছে লাখ লাখ সাধারণ মানুষকে।

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে একাধিক ধারণা ও মতামত। যেমন, চিকেন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে-এই ধারণা বিশ্বাস করেছেন অনেকেই। ছেড়েছেন চিকেন খাওয়া। কোথাও আবার দাবি করা হয়েছে, অ্যালকোহল সেবনে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। অর্থাত্‍, মদ্যপান করলেই নাকি সেরে যাবে করোনাভাইরাস!

শুধু মদ্যপানেই নয়, গায়ে, মাথায় অ্যালকোহল ছিটিয়ে নিলে করোনাভাইরাস শরীরের ধারে-কাছেও ঘেঁষবে না। অদ্ভুতভাবেই এই তত্বকে বিশ্বাস করতে শুরু করেছেন অনেকে। অথচ, যথাযথ বিজ্ঞানসম্মত সাবধানতার বালাই নেই! তাই শেষে আসরে নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা স্পষ্ট জানিয়ে দেয়, অ্যালকোহল সেবনে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব-এই ধারণা সম্পূর্ণ ভুল। এই ভাইরাস একবার শরীরে প্রবেশ করার পর মদ্যপান করে বা গায়ে মদ ছিটিয়ে কোনো ফল হবে না। শুধু তাই নয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মদ্যপান কোনোভাবেই সহায়ক নয়।

তাহলে কিভাবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব?

বিশেষজ্ঞদের পরামর্শ হল, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুতে হবে। ভালো করে হাত না ধুয়ে চোখে, মুখে বা নাকে হাত দেওয়া যাবে না। অসুস্থ থাকলে বাড়িতেই থাকার চেষ্টা করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। হাঁচি-কাশি বা সর্দির সময় রুমালের বদলে টিস্যু ব্যবহার করুন। নিজেকে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। 

উপযুক্ত মাস্ক ব্যবহার করুন। ৬০ শতাংশের বেশি অ্যালকোহল রয়েছে, এমন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করলে জীবাণু মরে যায়। ফলে তেমন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ভালো। হাত পরিষ্কার করার জন্য অ্যালকোহল এবং ক্লোরিনের ব্যবহার করা যেতে পারে। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শে সুস্থ থাকুন উপযুক্ত সতর্কতায়।

বাংলা৭১নিউজ/এইচএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com