বাংলা৭১নিউজ,(মংলা)প্রতিনিধি: বন্দর ও শহরের ব্যবসায়ীদের নিয়ে গঠিত মংলা বণিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের বাজার এলাকায় আলহাজ এইচ এম দুলালের সভাপতিত্বে ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বলা হয় দীর্ঘ দিন মংলা বণিক সমিতির কার্যক্রম বন্ধ রয়েছে । কমিটির অধিকাংশ সদস্য মংলা থেকে চলে গেছেন অথবা মারা গেছেন তাই এই সংগঠনটিকে পুনরায় সচল করতে হবে না হলে ব্রবসায়িরা নানা ভাবে হয়রানি ও সমস্যর সমুখিন হচ্ছেন ।
জরুরী এই সভায় সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আলহাজ এইচ এম দুলাল কে আহবায়ক এবং আলহাজ আবু তাহেরকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। গঠিক কমিটি মংলা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক কার্যক্রম চালিয়ে যাবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
বাংলা৭১নিউজ/এসএস