বাংলা৭১নিউজ,ডেস্ক: ফের দাম কমল পেট্রোল ডিজেলের৷ পেট্রোলে লিটার প্রতি ২৫ পয়সা ও ডিজেলে প্রতি লিটারে ১৭ পয়সা করে দাম কমল৷ বিগত কয়েক মাস ধরে প্রায় প্রত্যেক দিনই নিয়ম করে বেড়েছে জ্বালানির দাম৷ কিছুটা দাম কমায় আশার আলো দেখছেন দেশবাসী৷
২৫ পয়সা দাম কমে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮১.৭৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.১৯ টাকা৷ বাণিজ্যনগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৭.২১ টাকা ও ৭৮.৮২ টাকা৷
জ্বালানির দাম কমেছে কলকাতাতেও৷ লিটারে ২৫ পয়সা দাম কমে কলকাতায় পেট্রোলের দাম ৮৩.৫৮ টাকা৷ ১৭ পয়সা দাম কমেছে প্রতি লিটার জিজেলের৷ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৭৭.০৪ টাকা৷
এর আগে গত বেশ কয়েক মাস ধরে নাগারে প্রায় প্রতি দিনই নিয়ম করে বেড়েছে জ্বালানির দাম৷ আগ্নিমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিষ৷ নাভিশ্বাস উঠেছে দেশবাসীর৷ কেন্দ্র ও পেট্রোলিয়াম প্রস্তূতকারক সংস্থাগুলির যুক্তি ছিল বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশে জ্বালানির দাম লাগামছাড়া৷ এর সঙ্গে যুক্ত ছিল বেশ কিছু আন্তর্জাতিক কারণও৷
ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদী সরকারকে৷ দেশজুড়ে সমালোচনা ও আসন্ন পাঁচ রাজ্যে ভোটের কথা মাথায় রেখে লিটার প্রতি আড়াই টাকা করে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে দাম কমাতে বাধ্য হয় কেন্দ্র৷ জ্বালির শুল্ক ছাড়ের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
এই নিয়ে পর পর দুদিন দাম কমায় কিছুটা স্বস্তিতে দেশবাসী৷ তবে আশার মাঝেই রয়েছে আশঙ্কার মেঘ৷ ফের বাড়বে না তো জ্বালানির দাম৷ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে৷
বাংলা৭১নিউজ/এসএস