ভারতের মাদরাসাগুলোতে এবার শিক্ষার্থীদের বেদ, গীতা ও রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বাধীন শিক্ষাবিষয়ক সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অব ওপেন স্কুলিং। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে এমনই তথ্যই জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির জাতীয় ওপেন স্কুলিং সংস্থার পক্ষে নতুন এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০০ মাদরাসায় এগুলো পড়ানো শুরু করা হবে। পরবর্তীতে ৫০০ মাদরাসায় তা চালু করা হবে। ওপেন স্কুলিং সংস্থার নতুন প্রস্তাবে ১৫টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে এই তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ ও মহাভারত। থাকছে সংস্কৃত ভাষাও। এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও। পড়ানো হবে ভগবত গীতাও।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, ওপেন স্কুলিং সংস্থার নতুন এই প্রস্তাব মাদরাসা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে। এই প্রসঙ্গে ড. রমেশ পোখরিয়াল বলেছেন, ভারত হলো প্রাচীন ভাষা, বিজ্ঞান ও সংস্কৃতির ভাণ্ডার।
বাংলা৭১নিউজ/এবি