সোমবার, ১২ মে ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ভারতের গরু না আসায় রাজস্ব কম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, যশোর: বর্তমানে ভারত থেকে গরু আসা বন্ধ রয়েছে। এতে ভারতের পাচারকারীরা লাভবান হয়েছে। কিন্তু বাংলাদেশি পাচারকারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অগ্রিম টাকা দেওয়া গরু ব্যবসায়ীরা নিঃস্ব হতে বসেছে।

সেই সাথে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। নাভারন শুল্ক আদায় গরু করিডোরের রাজস্ব কর্মকতা আব্দুস সালাম জানান, গত ৩ মাস ভারত থেকে গরু আসা খুবই কমে গেছে। ফলে গরু থেকে পাওয়া প্রতি মাসে আদায়কৃত রাজস্ব ৫ কোটি টাকা থেকে কমে ১০ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকায় এসে দাঁড়িয়েছে।

ভারত থেকে চোরাই পথে গরু বাংলাদেশের পুটখালী গরু কোরিডোরে জমা করা হয়। এখান থেকে গরু প্রতি নির্ধারিত টাকা নিয়ে গরুর শরীরে রাজস্ব আদায়ের সিল মেরে দিতেন নির্ধারিত কর্মকর্তা। সিল মারার পর এ গরু হয়ে যেত বৈধ। এখান থেকে ট্রাকে এসব গরু ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার হাটে চলে যেত।

প্রতিবছর কোরবানি ঈদের আগে এ দেশের গরু পাচারকারীরা ভারতের পাচারকারীদের অগ্রিম টাকা দিয়ে থাকে। এবারও ওপারের গরু পাচারের একাধিক সিন্ডিকেটকে এ পাড়ের সিন্ডিকেট অগ্রিম টাকা দিয়েছে। জানালেন যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের জয়নাল হোসেনসহ আরও কয়েকজন।

তরিকুল নামে একজন বলেন, এ টাকার একটি অংশ ঢাকা, চট্টগ্রামের মহাজনদের কাছ থেকে অগ্রিম নেয়া হয়েছে। এ টাকা ভারতের পাচারকারী সিন্ডিকেট আদৌ ফেরত দেবে কিনা তা নিয়ে এ দেশের গরু পাচারকারী চক্রের সদস্যরা সন্ধিহান।

বিএসএফের কঠোর কড়াকড়ি আরোপ করায় বেনাপোলের পুটখালী গরু করিডোর এ বছর গরুশূন্য। কিছুদিন আগেও এখানে ছিল জমজমাট গরুর হাট। ঈদ মৌসুমে গরু রাখার জায়গা হতো না। এছাড়া প্রতিদিনই কয়েকশ’ গরু ভারত থেকে আসতো এ করিডোরে।

পুটখালী গরু করিডোরের লিজ গ্রহীতা নাসিম রেজা পিন্টু ফোনে জানান, ‘দেশের সবচেয়ে বড় গরু করিডোর পুটখালী। প্রতি মাসে এ করিডোরে ভারত থেকে গরু আসতো কম-বেশি এক লাখ। এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় হতো মাসে প্রায় ৫ কোটি টাকা।’

তিনি আরও বলেন, বর্তমানে বিএসএফ গরু আসা বন্ধ করে দেওয়ায় এখন মাসে গরু আসে এক থেকে সর্বোচ্চ দেড় হাজার। আর রাজস্ব আদায় কমে এখন দাঁড়িয়েছে ১০ থেকে ১২ লাখ টাকা।’

প্রসঙ্গত, ভারতীয় আইনে কোনো পশু রফতানি নিষিদ্ধ থাকায় ওই দেশ থেকে কখনই বৈধ পথে গরু বাংলাদেশে আসতো না। চোরাই পথে বিএসএফকে সন্তুষ্ট করে রাখালরা কখনো সাঁতরিয়ে গরু নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে আসতো। স্থল পথও ব্যবহার করা হতো।

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com