সোমবার, ১২ মে ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বেতন-বোনাস না দিয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছেন দুই মালিক

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

গাজীপুরে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করে কারখানায় তালা দিয়ে পালিয়েছেন দুই মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

গাজীপুর মহানগরের সিগনেচার অ্যাপারেলস এবং কালিয়াকৈর উপজেলার হ্যাগ নিটওয়্যার নামের দুই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কিছু শ্রমিক কারখানা এলাকায় এবং কিছু শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করেন।

 

গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার আসকর টওয়ারে অবস্থিত সিগনেচার অ্যাপারেলস নামের পোশাককারখানার শ্রমিক আনোয়ারা বেগম ও সুপারভাইজার মোহসীন জানান, ওই এলাকার আশিকুজ্জামানের ভবন ভাড়া নিয়ে জনৈক বিল্লাল গাজী সাবকন্ট্রাক্টে কারখানাটিতে প্যান্ট তৈরি করা হয়।

চলতি বছরের ৪ জানুয়ারি কারখানাটি সাব কন্ট্রাক্টে চালু হয়। কারখানা চালু হওয়ার পর জানুয়ারির বেতন ১০ ফেব্রুয়ারি দেওয়ার কথা থাকলেও প্রত্যেকের হাজিরা ও ওভারটাইম কেটে তা ১৯ ফেব্রুয়ারি দেওয়া হয়।

ফেব্রুয়ারি মাসের বেতন ১৬ মার্চ দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করে প্রশাসনের মধ্যস্ততায় ২৩ মার্চ বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিক। কিন্তু ২৩ মার্চেও বেতন না দিয়ে কারখানার মালিক পলায়ন করেন।

পরে মালিকের সন্ধান না পাওয়ায় কারখানাটির দায়িত্ব নেন ভবনটির মালিক আশিকুজ্জামান। দায়িত্ব নিয়ে তিনি জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবেন। কিন্তু ওই শর্ত ভঙ্গ করে পাওনাদি পরিশোধ না করেই বৃহস্পতিবার বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কারখানা থেকে শ্রমিকদের বের করে তালা ঝুলিয়ে দেন তিনি।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালায় অবস্থিত হ্যাগ নিটওয়্যার নামের পোশাককারখানার শ্রমিক আশরাফুল ইসলাম বলেন, ২৫ মার্চ আমাদের গত ফেব্রুয়ারি ও মার্চের বেতন এবং ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু ২৫ মার্চ কারখানায় গিয়ে দেখি তালাবদ্ধ করে কারখানার মালিক, সিইওসহ সবাই পালিয়েছেন।

পরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিকরা। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন তাদের স্মারকলিপি গ্রহণ করেন। বিষয়টি সমাধানে কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com