সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকাকে ধর্ষণ, নায়ক গ্রেফতার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকাকে ধর্ষণের অভিযোগে ভোজপুরী সিনেমার জনপ্রিয় নায়ক মনোজ পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।

মনোজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তারই এক সহকর্মী।

ওই নায়িকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন মনোজ।

পুলিশ জানিয়েছে, গত পাঁচ বছর ধরে মনোজের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন ২৭ বছর বয়সী ওই নায়িকা। দিন কয়েক আগে উত্তর মুম্বাইয়ের শহরতলি এলাকার চারকোপ থানায় মনোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশের এক শীর্ষ কর্তা শুক্রবার জানিয়েছেন, মনোজকে বৃহস্পতিবার রাতে ঠাণের কাছে কল্যাণ থেকে গ্রেফতার করা হয়েছে। সে সময় কল্যাণে একটি ফিল্মের শুটিং করছিলেন তিনি।

পুলিশের কাছে ওই নায়িকা জানিয়েছেন, ২০১২ সালে একটি ফিল্মি পার্টিতে মনোজের সঙ্গে দেখা হয় তার। সে সময় নিজেকে বিখ্যাত ভোজপুরী ফিল্ম ডিরেক্টর রাজকুমার পাণ্ডের ভাই হিসেবে নিজের পরিচয় দেন মনোজ। এমনকী, তার বিপরীতে একটি ফিল্মে নায়িকার রোল পাইয়ে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। সে বছর থেকেই মনোজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। এর পর থেকেই শহরতলির কান্দিবলী এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তারা।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির ভাড়া মেটাতেন নায়িকা নিজেই।

ওই নায়িকার দাবি, লিভ-ইন করার সময়ই ২০১৫ সালে একবার অন্তঃসত্ত্বা হন তিনি।

অভিযোগ, মনোজের চাপে পড়ে গর্ভপাত করাতে বাধ্য হন নায়িকা।

ওই নায়িকা আরও দাবি করেন, দিন কয়েক আগে তার কাছে এক নারীর ফোন আসে। ফোনে সেই নারী নিজেকে এক বিজেপি নেতার মেয়ে বলে পরিচয় দেন। ওই নারী নাকি এ-ও জানান, মনোজকে তিনি বিয়ে করতে চলেছেন। সে জন্য মনোজের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেও বলেন ওই নায়িকাকে।

ঘটনার তদন্তে নেমে এ সব অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২৭ বছরের মনোজের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ভোজপুরী ফিল্মের পরিচিত মুখ মনোজ অভিনয়ের পাশাপাশি গানেরও অ্যালবাম করেছেন। ‘লহরিয়া লুট আয়ে রাজাজি’, ‘সৌগন্ধ গঙ্গা মাইয়া কে’, ‘বলিয়া কে দবাংগই’, ‘লাল চুনারিয়াওয়ালি’— একের পর এক হিট ফিল্মেও দেখা গিয়েছে মনোজকে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com