বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বিসিএস ইকনমিক এসোসিয়েশনের শোক বার্তা 

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিসিএস ইকনমিক ক্যাডারের কর্মকর্তা ও সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারি প্রধান নাজিয়া আফরিন চৌধুরী  এবং উম্মে সালমা নেপালের ত্রিভূবন বিমানবন্দরে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে একটি সরকারি সফরকালে এ দুর্ঘটনা ঘটে। আমরা তাঁদের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

জনাব নাজিয়া আফরিন চৌধুরী ঢাকার নবাবগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ০১ সেপ্টেম্বর ১৯৭০ তারিখে  জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় হতে মাধ্যমিক এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বিভাগে ১৯৯১ সালে স্মাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। জনাব নাজিয়া পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং সাধারণ অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্বামী, বাবা-মা, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

জনাব উম্মে সালমা টাংগাইল জেলার দিমুলিয়ায় ১১ ডিসেম্বর, ১৯৭৯ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি বনানী বিদ্যানিকেতন হতে ১৯৯৫ সালে এস,এস,সি ও হলিক্রস কলেজ থেকে ১৯৯৭ সালে এইচ,এস,সি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ২০০৪ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ণ বিশ্ববিদ্যালয় হতে AUSAID স্কলারশীপের আওতায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। মেধাবী এ কর্মকর্তা কর্মজীবনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সাধারণ অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্বামী, এক কন্যা সন্তান, বাবা-মা,  বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।

বিসিএস ইকনমিক ক্যাডারের অত্যন্ত মেধাবি, সদালাপী, বিনয়ী, ধার্মিক ও সম্ভাবনাময় এ দু’জন কর্মকর্তা চাকুরি জীবনে বিশেষভাবে সুনামধারী ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের এই অকাল মৃত্যুতে বিসিএস ইকনমিক ক্যাডারের সকল সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের এই দু’জন দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের অকাল প্রয়াণ দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

আমরা সহকর্মী এ দু’জন কর্মকর্তাসহ দুর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি । মহান রাব্বুল আলামীন তাঁদের শোক সন্তপ্ত পরিবারকে এই শোক বহন করার শক্তি প্রদান করুন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com