বাংলা৭১নিউজ,(যশোর)প্রতিনিধি: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সদা প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যশোরে বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৯ এর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী, নিশঃর্তভাবে দেশের পাশে থেকে বিমান বাহিনীর সদস্যদের দেশকে সেবা করার আহবান জানান। তাদেরকে পথ না হারানোর আহবান জানান তিনি।
বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তুলে সফলতার শিখরে নেয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, জাতির পিতা যে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সেগুলো পালনেরও নির্দেশনা দেন তিনি।
বাংলা৭১নিউজ/এমএস