বাংলা৭১নিউজ,ঢাকা: গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করে নেয় ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই এর দাম কমে। এতে কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়।
এদিকে সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয় ১ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয় ২৮ লাখ ১৮ হাজার টাকা।
শেয়ারের দামে এমন দৈন্যদশা হলেও তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের তালিকায় রয়েছে। ২০১৪ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ওই বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
পরের বছর ২০১৫ ও ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ লভ্যাংশ দেয় ফারইস্ট নিটিং। তবে ২০১৭ সালে কোম্পানিটি থেকে লভ্যাংশ হিসেবে শুধু শেয়ার পায় বিনিয়োগকারীরা। বছরটিতে ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় বস্ত্র খাতের কোম্পানিটি। আর ২০১৮ সালে লভ্যাংশের পরিমাণ কমে ১০ শতাংশ বোনাস শেয়ারে দাঁড়ায়। এভাবে তালিকাভুক্তির পর নিয়মিত ১০ শতাংশের ওপরে বোনাস শেয়ার লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ গ্রুপে রয়েছে।
ফারইস্ট নিটিংয়েল পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ওয়াটা কেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৯ দশমিক ৯৬ শতাংশ। এর পরেই রয়েছে কহিনুর কেমিক্যাল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৮ দশমিক ৫৪ শতাংশ।