সোমবার, ১২ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বিনা নোটিশে ইনকিলাবে গণছাঁটাই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দৈনিক ইনকিলাবের সাংবাদিক, কর্মকতা-কর্মচারীসহ ৬০ জনের মতো কর্মীকে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। এছাড়া পত্রিকাটিতে যারা কর্মরত আছেন তাদেরকে ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত বেতনে চাকরিতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি স্বীকার করে ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘২১ জন সাংবাদিকসহ বিভিন্ন সেকশন থেকে প্রায় ৬০ জনকে ছাঁটাই করা হয়েছে। সংবাদকর্মীদের অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা এমন কেউ যদি হিসেব-নিকেশ করে ১০০ টাকা পায় তবে তাকে ৩০ টাকা দেওয়া হবে। ৭০ টাকা দেওয়া হবে না। এর জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত দিতে হবে আমরা সমস্ত পাওনা বুঝে পেলাম। এই প্রস্তাব যারা মানেনি তাদেরকে গণছাঁটাই করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ২৬ মাসের বকেয়া বাকি আছে। কর্তৃপক্ষ জানিয়েছে ইনকিলাবে যাদেরকে রাখা হবে ওয়েজবোর্ড বাতিল করে কনসোলেটেড ওয়েতে (নির্ধারিত বেতন) চাকরি করতে হবে। এই শর্তে যারা থাকবেন তাদেরকে রাখা হবে।’

এই প্রস্তাব দেওয়া সম্পূর্ণ অনৈতিক উল্লেখ করে তিনি বলেন, ইনকিলাবকে অষ্টম ওয়েজবোর্ডের যে ‘রেড কার্ড’ দেওয়া হয়েছে সেটা বহাল থাকার কোনো বৈধতা নেই।

Inqilab 3

নাম প্রকাশে অনিচ্ছুক পত্রিকাটির আরেকজন সংবাদকর্মী বাংলা৭১নিউজকে বলেন, ‘শুনেছি বার্তা বিভাগ থেকে ২৯ জন ও অন্যান্য বিভাগ থেকে ৩৬ জন কর্মী ছাঁটাই করা হচ্ছে। ছাঁটাইয়ের ক্ষেত্রেও নিয়ম মানা হচ্ছে না। এক হিসেবে তারা বলছে আমি প্রায় ১৭ লাখ টাকা পাব। কিন্তু আমাকে দিতে চায় সাড়ে ছয় লাখ টাকা। আমরা চিন্তাভাবনা করছি। হয়তো আন্দোলনে যাব।’

কর্মী ছাঁটাই বিষয়ে জানতে চাইলে পত্রিকাটির প্রধান হিসাব কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমি একটু ঝামেলায় আছি। এখন কথা বলতে পারব না।

এদিকে ইনকিলাবে গণচাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত কয়েক দিনে দৈনিক ইনকিলাবের ২১ জন সাংবাদিককে বিনা নোটিশে ছাঁটাই এবং আরও বহু সংখ্যক সাংবাদিককে ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত বেতনে চাকরিতে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com