বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বিনা উইকেটে প্রথম সেশন পার শ্রীলঙ্কার

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে বাংলাদেশকে কোনো উইকেট দেয়নি শ্রীলঙ্কা। বিনা উইকেটে ৮৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে তারা। নিশান মাদুশকা অবশ্য ফিফটি তুলে নিয়েছেন। তিনি ৬ চারে ৫৫ রানে অপরাজিত আছেন। আর দিমুথ করুণারত্নে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত আছেন ৩৩ রানে।

অবশ্য ষষ্ঠ ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। এ সময় হাসান মাহমুদের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন মাদুশকা। কিন্তু সেটি ফেলে দেন মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত ৯ রানে জীবন পেয়ে ফিফটি তুলে নিলেন মাদুশকা। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন তিনি দেখার বিষয়।

জয়ের ক্যাচ মিসের পর শ্রীলঙ্কার দারুণ শুরু:

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে শ্রীলঙ্কা। ১৮ ওভার শেষে বিনা উইকেটে তুলে ফেলেছে ৬০ রান। নিশান মাদুশকা ৪০ ও দিমুথ করুণারত্নে ২০ রান নিয়ে ব্যাট করছেন।

অবশ্য এই জুটি এতোদূর আসতে পারতো না, যদি ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় মাদুশকার ক্যাচ না ছাড়তেন। এ সময় হাসান মাহমুদের করা বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন মাদুশকা। কিন্তু সেটি তালুবন্দি করতে ব্যর্থ হয় জয়। জীবন পেয়ে দারুণ ব্যাটিং করছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন:

চট্টগ্রামে আজ শনিবার (৩০ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ইনজুরিতে পড়া কাসুন রাজিথার পরিবর্তে একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। অন্যদিকে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা নেই একাদশে। তাদের পরিবর্তে হাসান মাহমুদ ও সাকিব আল হাসান এসেছেন একাদশে। এর ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে টেস্টে অভিষেক হয়ে গেল হাসানের। তার আগে সিলেট টেস্টে অভিষেক হয়েছিল পেসার নাহিদ রানার।

প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়াতে চায়। সাকিব আল হাসান একাদশে আসায় নিঃসন্দেহে বাংলাদেশ দল চাঙ্গা হবে। অন্যদিকে শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবে না। তারাও জিততে চায় এই টেস্ট।

শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচের আগেরদিন বলেছিলেন, ‘বাংলাদেশ আক্রমণাত্মক হলে আমরাও আক্রমণাত্মক হব। আর ওরা শান্ত থাকলে আমরাও শান্ত থাকব।’

বাংলাদেশের একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ:
দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com