মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বিদ্যালয়ের ‘মা’ সমাবেশে ভূমিমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,মোঃ আফতাব হোসেন, চাটমোহর(পাবনা)প্রতিনিধি: ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা দেশের নারীদের সকল সুযোগ তৈরি করে দিয়েছে। দেশের মানুষের নারী পুরুষ অধিকার সুসম রাখা ও উন্নত জীবন যাপনের অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের মানুষের উন্নত জীবনযাপন ও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বুধবার পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ইশারত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও নারীদের উন্নয়নে সম অধিকার নিশ্চিত করেছেন। কর্মক্ষেত্রে নারীদের কোটা শতভাগ নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী বলেন, নারীদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের দরিদ্র ও অক্ষম মানুষদের জন্য নানা ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অক্ষম ভাতা নারীদের কল্যাণের কথা চিন্তা করেই করা হয়েছে। তিনি বলেন, নারীরা জজ, ব্যারিস্টার, ক্যাপটেন, পাইলট, মেজর, কর্নেল, প্রফেসর, সেনা, নৌ, বিমান, পুলিশ সব বিভাগেই কাজ করছে।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রতেক মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু নেতৃত্বের কারণেই দেশ আজ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে এসে দাঁড়িয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব এদশকে ২০৪১ সালের আগেই উন্নত দেশের সাড়িতে দাঁড় করাতে সক্ষম হবেন।
পরে মন্ত্রী স্থানীয় সরকার বিভাগের অর্থায়ন ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন এবং ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ইশারাত আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরবর্তী মন্ত্রী আটঘরিয়ার স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে চাঁদভা ও মাঝপাড়া ইউনিয়নের বিভিন্ন সংযোগ পাকা সড়কের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকরাম আলী।

সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইশারত আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানের আমন্ত্রনে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন নীলা, আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com