অন্য দেশ থেকে আমদানি করা ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নেপালে রফতানি করবে বাংলাদেশ। বুধবার (২৩ ডিসেম্বর) এ প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, নেপালে সার রফতানির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাংলাদেশের। এ ছাড়া চলতি অর্থবছরে রাজস্ব আয়ে ঘাটতির বিষয়ে গণমাধ্যমকর্মীদের করা প্রশ্নের জবাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতি খারাপ অবস্থায় থাকলেও করোনা সংকটে এখনো ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশের অর্থনীতি।
এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ নেপালে ৫০ হাজার টন ইউরিয়া সার রফতানির লক্ষে একটি চুক্তি স্বাক্ষর করে। নেপালকে সহযোগিতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সরকার।
বাংলাদেশ থেকে নেপালে সার রফতানির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও নেপালের কৃষিসামগ্রী কোম্পানি লিমিটেডের (কেএসসিএল) মাঝে দ্বিপাক্ষিক এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিসিআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিন উল আহসান এবং কেএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক নেত্রা বাহাদুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেপাল বাংলাদেশকে সহযোগিতা করেছিল, আবার নেপালের যে কোনো দুর্যোগে বাংলাদেশ সবসময় পাশে এসে দাঁড়িয়েছে। দু’দেশের এ সম্পর্ককে জনগণের কল্যাণে কাজে লাগানোর সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্ঠরা।
বাংলা৭১নিউজ/এমএস