বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৫ মার্চ) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেসা করিম। ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. জয়নাল আবেদীনকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব খন্দকার আজিজুল ইসলাম।
বাংলা৭১নিউজ/এসএইচ