আজ সকালে শুধু নয়, গতকাল শনিবার রাত ১০টার পর থেকেই এ স্কোর ৩০০–এর বেশি ছিল। আজ ভোর ৫টার দিকে তা ৫৭৫ পর্যন্ত উঠে গিয়েছিল। রাত ১০টার দিকে ছিল ৩৭৫। শুধু দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত তা ২৭৬–এ নেমে গিয়েছিল।বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।
গত ডিসেম্বর মাসের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বর মাসে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।
বাংলা৭১নিউজ/এসএইচ