বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বান্দরবানে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামার দুটি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের পর সেখানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা ছোটবমু এলাকায়।

সেখানে সেনাবাহিনী ও পুলিশ সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান শুরু করেছে। অভিযানে গুলিবিনিময়ের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি এখনো।

সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুর রহমান জানান, একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল সকালে মেরাখোলা বাজার ও ছোট বমু এলাকায় হানা দিয়ে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয়দের বসতঘরে অস্ত্রের মুখে লুটপাট চালায়। তারা নগদ টাকা-মালামালসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়।

এ ঘটনার পর খবর পেয়ে লামা ক্যাম্প থেকে সেনাবাহিনীর দুটি দল অভিযানে নামে। পাহাড়ি এলাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। বর্তমানে ঐ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে। এলাকাটি দুর্গম হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান অভিযানে লামা পুলিশও অংশ নিয়েছে। সন্ত্রাসীদের সম্ভাব্য এলাকাটি ঘেরাও করলে তারা গুলি ছুড়ে। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি। সন্ত্রাসীদের অটক না করা পর্যন্ত সেখানে অভিযান চলবে বলে জানান এসপি।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে ২০/৩০ জনের কালো পোশাক পরিহিত সশস্ত্র একটি সন্ত্রাসী দল মেরাখোলা ও ছোট বমু এলাকায় হঠাৎ করে হামলা চালায়। তারা এলাকায় ব্যাপক লুটপাট করে। একজন ওষুধ ব্যবসায়ীসহ কয়েকজনকে মারধরও করে তারা। যাওয়ার সময় ব্যবসায়ী ও এলাকার লোকজনের কাছে চাঁদা দাবি করে একটি চিঠিও দিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনার পর স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে সেখানে যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় হামলাকারী সন্ত্রাসী গ্রুপটি কারা ছিল তা এখনো জানাতে পারেনি স্থানীয় ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।  সূত্র: পরিবর্তন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com