বুধবার, ১৪ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বলিউডের খ্যাতনামা আর্ট ডিরেক্টর নিতিন দেশাইয়ের আত্মহত্যা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপলোড সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

২৫২ কোটি রুপির ঋণ বোঝা নিয়ে করজাতে নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিতিন।

তার নাম জড়িয়ে আছে ‘লগন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো দর্শকপ্রিয় সব সিনেমার সঙ্গে। তার কাজ ছিল সিনেমার সেট তৈরি করা। এই কাজে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বি। সেই নিতিন দেশাই এভাবে চলে যাবেন, তা কেউ ভাবেননি। 

মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে করজাতে নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে নিতিন আত্মহত্যা করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। 

তার এই আচমকা চলে যাওয়ার কারণ জানা না গেলেও এমএনএস জেলা সভাপতি জিতেন্দ্র পাটিল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশাল ঋণের ভারে অনেকদিন ধরেই ডুবে ছিলেন নিতিন।

“আর্থিক সমস্যা ছিল। এনডি স্টুডিওতেও শুটিং হচ্ছিল না। বেশিরভাগ শুট বাতিল হচ্ছিল। কে বাতিল করছিল, পরিচালক এবং প্রযোজকদের উপর কোনো চাপ ছিল কিনা, তা তদন্ত করা দরকার।” 

নিতিনের মৃত্যুর পর তার স্টুডিও থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে করজাতের পুলিশ। তবে একটি অডিও ক্লিপ উদ্ধার করার পর তা নিয়েই তদন্ত চলছে বলে জানান তারা। 

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা সকাল সাড়ে নয়টার দিকে তত্ত্বাবধায়কের কাছ থেকে কল পেয়েছি। তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ফরেনসিক দল তদন্ত করছে। তবে জিজ্ঞাসাবাদ এখনও শুরু হয়নি। আমরা ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাইনি। পেয়েছি একটা অডিও রেকর্ডিং। ফরেনসিক টিম সেটি নিয়েই কাজ করছে।”

নিতিনের ঘনিষ্ঠ বন্ধু বিজেপি নেতা বিনোদ তাওরের বরাতে আনন্দবাজার বলেছে, তার মাথায় ছিল ২৫২ কোটি রুপি ঋণের বোঝা। বন্ধক দেওয়া ছিল তার এনডি স্টুডিও। 

তিনি নিতিনের চলে যাওয়ার প্রসঙ্গে বলেন, “আমি মাঝে মধ্যেই কথা বলতাম, তাকে বোঝাতাম। আমি তাকে অমিতাভ বচ্চনের উদাহরণ দিতাম। বলতাম কীভাবে উনি জীবনে ঘুরে দাঁড়িয়েছেন। তাকে এও বলেছি, যদি তোমার স্টুডিও লোনে ডুবে থাকে, তা হলে নতুন করে শুরু করো।” 

মূলত মারাঠি ও হিন্দি সিনেমাতে কাজ করতেন নিতিন। তার তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে ‘লগন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’ ইত্যাদি সিনেমায়। 

নিতিনের করা সেরা কাজের মধ্যে ‘সালাম বম্বে’, ‘আকেলে তুম আকেলে হাম’ অন্যতম। 

প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন নিতিন। আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বানসালির মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন তিনি। 

গুণী এই শিল্পী তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা আর্ট ডিরেকশনের জন্য। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com