সোমবার, ১২ মে ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বন্যার মধ্যে পরীক্ষা,অভিভাবকরা ক্ষুব্ধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার অক্সফোর্ড একাডেমীর উঠান ও যাতায়াতের রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। স্কুলের মধ্যেও পানি প্রবেশ করার উপক্রম হয়ে পড়েছে। এর মধ্যে স্কুল খোলা রেখে দ্বিতীয় পর্ব পরীক্ষা নিচ্ছেন কর্তৃপক্ষ। ফলে দুর্ভোগ হলেও শনিবার সকালে পানিতে কাপড় ভিজিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকের বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় সংসারের স্বাভাবিক কাজকর্মই ব্যহত হচ্ছে। যাতায়াতের গ্রামীণ রাস্তা পানিতে তলিয়ে গেছে। বাড়ি থেকে বের হলেই পানি আর পানি। এমতাবস্থায় স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। দৌলতপুর, ঘিওর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার বন্যাকবলিত প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও ক্লাস বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। এছাড়া শনিবার (১৯ আগস্ট) থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২য় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বন্যার কারণে ছয়টি উপজেলার ৫শ’৪৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে দিয়েছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এসব স্কুলে। বন্যার কারণে সরকারী স্কুলগুলো বন্ধ থাকলেও, দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয় শিবালয় অক্সফোর্ড একাডেমীতে।

Manikgang

এতে অনেক কষ্টে শনিবার সকালে পরীক্ষায় অংশ গ্রহণ করতে বাধ্য হয় স্কুলের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীর বাড়ি-ঘরে পানি উঠায় তারা অন্যত্র চলে গেছে। এতে ২য় সাময়িক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রবিউল হাসান রাব্বি কৃষ্ণপুর তার খালার বাসায় থেকে পড়াশোনা করে। বন্যার কারণে সে মানিকগঞ্জ মুলজান তাদের বাড়িতে চলে যায়। সে ২য় সাময়ীক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ওই স্কুলের শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর ভুইয়া ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার মেয়ে অক্সফোর্ড একাডেমীর ৪র্থ শ্রেণীর
ছাত্রী। বন্যায় বাড়িতে পানি ওঠায় বাচ্চাদেরকে ঘিওর তাদের নানা বাড়িতে পাঠিয়ে
দিয়েছি। ফলে আমার মেয়ে ২য় সাময়ীক পরীক্ষা দিতে পারছে না। কিন্ডারগার্টেন স্কুলগুলো কিভাবে সরকারী নিয়ম কানুনের বাইরে চলে এটাই আমার জিজ্ঞাসা? এভাবে অনেক অভিভাবকই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, বন্যার কারণে জেলার ৬টি উপজেলার ৫শ’৪৫টি স্কুলের ক্লাস বন্ধ রাখা হয়েছে। (১৯ আগস্ট) শনিবার থেকে ২য় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্ত বন্যার কারণে তা স্থগিত করে দেয়া হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে না। ওরা ওদের মত করে চলে। তিনি আরো বলেন,তাদের এ ব্যাপারে কিছুই করার নেই।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com