বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জস্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটি শুরু করা হয়। পরে জেলা প্রশাসক শাহীনা খাতুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী গণগ্রস্থাগারে এসে শেষ হয়।
সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি সহ সদর ও ইউনিয়নের নেতৃবৃন্দ। তাছাড়াও ইসলামী ফাউন্ডেশন ও বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষাপ্রষ্ঠিানে রচনা প্রতিযোগীতা ও মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস