নির্ধারিত সময়ের প্রায় একমাস পরে বগুড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে বগুড়া সদর এল এস ডি গুডাউনে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম।
গত ৭ নভেম্বর থেকে ধান এবং ১৫ নভেম্বর থেকে দেশে একযোগে ধান-চাল সংগ্রহের সময় নির্ধারণ করেছিল খাদ্য মন্ত্রণালয়। এবার সরকার ২৬ টাকা দরে সারাদেশের কৃষকের কাছ থেকে ২ লাখ মেট্রিক টন ধান এবং ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে।
কিন্তু হাট বাজারগুলোতে ধানের দাম বেশী হওয়ায় লোকসানের আশঙ্কায় মিল মালিকদের সাড়া মিলছিল না।
গত ২৫ নভেম্বর নওগাঁয় বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল মালিকদের সঙ্গে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বৈঠকের পর কিছু মিল মালিক সরকারকে চাল দিতে চুক্তিবদ্ধ হন।
বগুড়ায় এবার ১১ হাজার ৭৯২ মেট্রিক টন ধান এবং ৪৮ হাজার ২৪১ মেট্রিক চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
রোববার (৬ ডিসেম্বর) ২৫০ মেট্রিক টন চাল এবং ১৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। ধান-চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৭ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। জেলায় ১৫০ জন মিল মালিক সরকারকে চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
বাংলা৭১নিউজ/এমবিএম