রাজধানীর গুলশানের ফ্রান্স দূতাবাস অভিমুখে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের মিছিল পুলিশের বাধায় শান্তিনগর মোড়ে এসে শেষ হয়েছে। পুলিশের ব্যারিকেডের কারণে গুলশানের দিকে এগোতে না পেরে শান্তিনগর মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী এবং ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী সেখানে একটি মিনি ট্রাকে চড়ে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেন।তার আগে বায়তুল মোকাররম এলাকায় হেফাজতকর্মীরা অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশ থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
দুপুর পৌনে ১টার দিকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল থেকে এ ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন হেফাজতের শীর্ষনেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী। এই কর্মসূচির কারণে আজ সকাল ১০টা থেকেই রাজধানীর পল্টন, মতিঝিল, গুলিস্তান, প্রেসক্লাব, কাকরাইল, শান্তিনগর, শাহবাগ এলাকায় যানজটের কারণে পথচারীদের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়।
বাংলা৭১নিউজ/এএম