রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ফেরার প্রথম লড়াইয়ে উজ্জ্বল সৌম্য

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ব্যাটিংয়ে নামার মুহূর্তে সব সময় বাউন্ডারি রোপের সামনে বসে প্রার্থনা করেন সৌম্য সরকার। এরপর মাঠে পা বাড়িয়ে দূর আকাশে তাকিয়ে স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা!

ব্যাটসম্যান সৌম্যর প্রতিটা ইনিংস তার নতুন জীবন। নতুন জীবনের শুরুতে স্রষ্টার প্রার্থনা করতে তার কখনো ভুল হয় না।

আজও এমএ আজিজে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে তাই করলেন। আজ স্রষ্টাও তাকালেন সৌম্যর দিকে।

৯৬ বলে ২ চার ও ২ ছক্কায় সৌম্য ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে করেছেন ৩৩ রান। বাজে বল শাসন করতে ভুল করেননি। পাশাপাশি ভালো বলে দিয়েছেন সম্মান। স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, গ্যারেথ ব্যাটি, জাফর আনসারি, আদিল রশিদ ও মঈন আলীকে দারুণভাবে সামলেছেন সৌম্য। ৯৬ বলের ইনিংসে ডট বল খেলেছেন ৮৪টি।

অফফর্মের কারণে সৌম্য ইংল্যান্ড সিরিজে ওয়ানডে স্কোয়াডে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সৌম্য এখন লড়ছেন নিজের সঙ্গেই। কাল এখানেই দাঁড়িয়ে বলেছিলেন, ‘লড়াইটা আমার নিজের সঙ্গে।’ আজ সে লড়াইয়ে পেলেন পূর্ণতা।

দিন শেষে সৌম্য নিজের ইনিংস নিয়ে বললেন, ‘আজকে পরিকল্পনা ছিল দীর্ঘ সময় ব্যাটিং করব। চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত ক্রিজে থাকতে পারা যায়। আউটফিল্ডটা স্লো ছিল। রানটা ওভাবে নেওয়া যাচ্ছিল না। সব কিছু মিলিয়ে ব্যাটিংটা ভালো ছিল।’

স্পিনার গ্যারেথ ব্যাটি ও জাফর আনসারিকে ক্রিজ থেকে বেরিয়ে এসে মিড ‍উইকেট ও লং অনের মাঝদিয়ে যেভাবে ছক্কা মেরেছেন, তা এক কথায় ছিল চোখ ধাঁধানো। এক সময়ের জন্য মনে হচ্ছিল ‘সৌম্য ইজ ব্যাক।’ ইংল্যান্ডের স্পিনারদের নিয়ে সৌম্যর ভাবনা, ‘একটু মনযোগী হয়ে খেললে অবশ্যই ভালোভাবে খেলা সম্ভব হবে।’

সৌম্যর সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন শাহরিয়ার নাফীসও। শাহরিয়ার আগ্রাসন (৭৯ বলে ৫১) দেখালেও সৌম্য দেখেশুনে খেলেছেন। শাহরিয়ারের ইনিংস নিয়ে সৌম্য বলেছেন, ‘নাফীস ভাই অনেক স্বাভাবিক ব্যাটিং করেছে। তাকে দেখে মনে হয়নি কোনো জড়তা কাজ করছে। উনি মেরিট অনুযায়ী খেলেছেন। ব্যাটিংয়ে সহজ ভাব ছিল; বলগুলোও ভালোভাবে দেখছিলেন। উনি যেভাবে খেলছিলেন আমি চেষ্টা করেছি সেভাবে খেলার।’

ফেরার লড়াইয়ে আরেকটি সুযোগ পাচ্ছেন সৌম্য। কাল থেকে শুরু দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচেও খেলবেন সৌম্য সরকার। বিসিবি দলটির অধিনায়কের দায়িত্বেও থাকবে তিনি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও একই রিদমে ব্যাটিংয়ের পরিকল্পনা বাঁহাতি এই ব্যাটসম্যানের।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com