বাংলা৭১নিউজ,নাজিম বকাউল,ফরিদপুর প্রতিনিধি: মিয়ার বেটার বিকল্প নেই। আমার পূর্বপুরুষরা দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ সাবেক প্রাদেশীক মন্ত্রী ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার লোক। আমরাও মোহন মিয়ার পুত্র ফরিদপুরের সিংহ পুরুষ ৫ বারের সংসদ সদস্য তিন বারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে আমরা আছি এবং থাকবো। যত ঝড় ঝামেলা মামলা মোকদ্দমা যতই কিছু করুক না কেন, মিয়ার বেটার কাছ থেকে আমাদের কেউ বিতারিত করতে পারবে না। আমরা মিয়ার বেটার আর্দশেই বড় হয়েছি। মিয়ার বেটার একটিই গুণ, ফরিদপুরের কোনো জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নাই। তার আচার ব্যবহারে কথাবার্তায় আমরা মুগ্ধ। মিয়ার বেটার বাড়িতে গেলে অন্তত বসার একটু জায়গা পাওয়া যায়, পানি খাওয়ার ইচ্ছা হলে এক গ্লাস পানি পাওয়া যায়, খালি মুখে আসতে হয় না। ২০০৯ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের গুটিবাজির চালে বিএনপির প্রার্থী হিসেবে ফরিদপুর সদর-৩ আসনে মনোনয়ন পাওয়া থেকে ব্যর্থ হন, তারপরও মিয়ার বেটা স্বতন্ত্র নির্বাচন করে ৭৮ হাজার ভোট পেয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে ফরিদপুর সদর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আমরা চরাঞ্চলের সকলে মিলে মিয়ার বেটাকেই ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবো। উপরোক্ত কথাগুলো বললেন, চরাঞ্চলের তৃণমূল ভোটাররা। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের জাতীয় সংসদীয় আসন-৩ এর ১২টি ইউনিয়নে গণসংযোগ অব্যহত রেখেছেন।
বাংলা৭১নিউজ/জেএস