গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানের সময় গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা। স্থানীয় সময় বুধবার উতাহ অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বাইডেনের সেখানে সফর শুরুর কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটেছে।
সিএনএন জানিয়েছে, ক্রেইগ রবার্টসন নামের ওই ব্যক্তি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন ও ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। অ্যালভিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলোর পক্ষে লড়া কৌঁসুলিদের মধ্যে অন্যতম।
ঘটনার সাথে পরিচিত একটি আইন প্রয়োগকারী সূত্রের মতে, এফবিআইয়ের সোয়াত এজেন্টরা রবার্টসনকে যখন গ্রেপ্তারের জন্য গিয়েছিল তখন সে তাদের দিকে বন্দুক তাক করেছিল। তার বিরুদ্ধে তিনটি ফেডারেল অভিযোগ ছিল। এসব অভিযোগের মধ্যে রয়েছে-প্রেসিডেন্টকে হত্যার হুমকির পাশাপাশি ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রভাব, প্রতিবন্ধকতা এবং প্রতিশোধ নেওয়ার হুমকি। রবার্টসনের কাছে ‘একটি স্নাইপার রাইফেল’ এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ছিল বলে ধারণা করছেন তদন্তকারীরা।
রবার্টসন একটি পোস্টে লিখেছিলেন, ‘আমি শুনেছি বাইডেন উতাহতে আসছেন। আমার পুরানো গিলি স্যুট বের করছি এবং এম২৪ স্নাইপার রাইফেলের ধুলো পরিষ্কার করছি। স্বাগতম, বাফুন-ইন-চিফ!’
বাইডেনকে বুধবার নিউ মেক্সিকোতে রবার্টসনের বিষয়টি জানানো হয়েছে।
এফবিআইয়ের এক জন মুখপাত্র সিএনএনকে বলেছেন. ‘এফবিআই এজেন্টদের সঙ্গে সম্পর্কিত একটি গোলাগুলির ঘটনা পর্যালোচনা করছে যা, ৯ আগস্ট ২০২৩, উতাহর প্রোভোতে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঘটেছিল। বিশেষ এজেন্টরা যখন একটি বাসভবনে গ্রেপ্তার এবং তল্লাশি পরোয়ানা নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ওই ঘটনা ঘটেছিল।’
বাংলা৭১নিউজ/এসএইচ