মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

প্রিয়জনের দেখা পেতে বাড়ি ফেরার তাড়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২ জুন, ২০১৯
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বড় দুটি লাগেজ হাতে কল্যাণপুর বাস টার্মিনালে স্বামী মোহাইমিনুল ইসলাম জুয়েলের সঙ্গে স্ত্রী তানজিলা কিবরিয়া ঊর্মি। বাড়ি ফেরার তাড়া যেন চোখেমুখে স্পষ্ট। দেশ ট্রাভেলসের বাস কাউন্টারে বসে ঊর্মি বলছিলেন, উপলক্ষ মাত্রই বাড়ি ফেরা। ঈদ হলে তো কথাই নেই। বাবা-মা, ভাগ্নে-ভাগ্নি, শ্বশুড়-শাশুড়ির সঙ্গে অনেক দিন পরে দেখা হচ্ছে, ভাবতেই ভালো লাগছে।

মোহাইমিনুল ইসলাম জুয়েল বলেন, প্রথমে ঈদের টিকিট না পাওয়ায় গ্রামের বাড়ি যাওয়া ছিল অনিশ্চিত। আগেই ছোট দুই ভাইকে পাঠিয়েছি, সঙ্গে চলছিল টিকিটের তালাশ। পরশু দুটি টিকিট পাওয়ায় আজ বাড়ি যাচ্ছি। রাজশাহী শহর, প্রিয় মতিহার সব চোখে ভাসছে আর দ্রুত বাড়ি ফিরতে মন চাইছে।

ঊর্মি কিংবা জুয়েল নয়, হাজারও যাত্রীর বাড়ি ফেরার ব্যাকুলতা স্পষ্ট। গত তিন-চার দিনেও উত্তরাঞ্চলের মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সঙ্গে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বৃষ্টির কারণে ঈদযাত্রায় গরম গেছে পালিয়ে।

রোববার সকালে গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, কাউন্টারে কাউন্টারে মানুষের ভিড়। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে বাস কাউন্টারে ভিড় তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, সড়কে অহেতুক বিলম্ব ও যানজটের ভোগান্তি না থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে বাস। বাস টার্মিনালগুলোতে যাত্রী হয়রানি বন্ধে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ঈদযাত্রা ও গণপরিবহন পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

গতরাতেই হানিফ পরিবহনে ঢাকা থেকে স্ত্রী-কন্যা নিয়ে বাড়ি ফিরেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা আবু রেজুয়ান। মুঠোফোনে তিনি বলেন, সড়কে-মহাসড়কে যানজট অনেক ঈদযাত্রাকে তিক্ত করেছে। ভীষণ বিরক্তি নিয়ে বাড়ি গেছি। কিন্তু এবার খুবই ভালো লাগছে। সড়কে কোনো যানজট পাইনি। কোনো ভোগান্তি ছাড়া নির্ধারিত সময়ে গ্রামের বাড়ি আসতে পেরেছি। মহাসড়কে ও টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

অন্যদিকে গাবতলী নাবিল পরিবহনের রংপুরের যাত্রী সফদার হোসেন বলেন, ভোগান্তির ভয়ে সপ্তাহখানেক আগেই স্ত্রী-কন্যা ও মাকে গ্রামের বাড়িতে পাঠিয়েছিলাম। কিন্তু এবার সড়কে ঝামেলা নেই।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, অ্যাসোসিয়েশনের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক যাত্রীর ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। আরও অনেকে ঢাকা ছাড়ার অপেক্ষায়। এবার যাত্রাপথ যানজটমুক্ত থাকায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com